
দোহা, ১৮ ডিসেম্বর : ফুটবল বিশ্বকাপের আসন্ন আসর নিয়ে সুখবর দিল ফিফা। গত আসরের তুলনায় প্রাইজমানি বাড়ানো হয়েছে ৫০ শতাংশ বেশি। ২০২৬ আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার। এছাড়া অংশগ্রহণ করলেই দলগুলো পাবে ৯০ লাখ ডলার। সব মিলিয়ে আসরের প্রাইজমানি ধরা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বুধবার দোহায় ফিফা কাউন্সিলের বৈঠকে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করা হয়। এক নজরে চ্যাম্পিয়ন থেকে ৪৮তম, কোন দল কত প্রাইজমানি পাবে।
**চ্যাম্পিয়ন : ৫ কোটি মার্কিন ডলার
**রানার্স আপ: ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার
**তৃতীয় স্থান: ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
**চতুর্থ স্থান: ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার
**পঞ্চম থেকে অষ্টম:১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
**নয় থেকে ১৬তম: ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার
**১৭ থেকে ৩২তম: ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার
**৩৩ থেকে ৪৮তম: ৯০ লাখ মার্কিন ডলার।
