Game

2 months ago

Dr. Dinash Pardiwala :অলিম্পিকে এবারই প্রথম ক্রীড়াবিদদের আঘাত ও তা সারানোর দেখভাল করবেন ডাঃ দিনশ পার্দিওয়ালা

Dr. Dinash Pardiwala
Dr. Dinash Pardiwala

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : যেটা এর আগে কোনও অলিম্পিকে হয়নি প্যারিসে তা হতে চলেছে। অর্থাৎ মেডিকেল রিকভারি টিম এবার থাকছে প্যারিসে। যেমনটা আমেরিকা তার দলের জন্য প্রতি অলিম্পিকে করে থাকে।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে এবার প্যারিসে দলের সঙ্গে গেছেন চিফ মেডিকেল অফিসার ডাক্তার দিনশ পার্দিওয়ালা। তাঁর নেতৃত্বেই একটা দল কাজ করবে প্যারিসে। এই দল গেমসে ক্রীড়াবিদদের চোট থেকে রিকভারি করার জন্য কাজ করবেন।

শুধু তাই নয়, অলিম্পিক গেমসে এই প্রথমবার থাকছে একটি ডেডিকেটেড রিকভারি এবং রিহ্যাবের ঘর। যেখানে চোট প্রাপ্ত অ্যাথলিটরা তাঁর চিকিৎসার পাশাপাশি রিহ্যাবের মধ্যে দিয়ে তাঁর সেরে ওঠার সুযোগ পাবেন, যা মনিটর করবে পার্দিওয়ালার টিম। উল্লেখ্য, এর আগে ভারতীয় দলের সঙ্গে প্যারিসে এক ঘুম বিশেষজ্ঞকেও পাঠানো হয়েছে।

You might also like!