Game

2 days ago

T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সদস্য দেশগুলির অভিযোগ, সমালোচিত আইসিসি বৈঠকে বসছে

Complaints from member countries over T20 World Cup, criticized ICC meeting
Complaints from member countries over T20 World Cup, criticized ICC meeting

 

কলকাতা, ২ জুলাই : এবারের বিশ্বকাপ আয়োজন নিয়ে সদস্য দেশগুলোর তোপের মুখে আইসিসি।বিশ্বকাপের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের পিচ নিয়ে অসন্তোষের ছাপ দেখা গেছে দলগুলোর মধ্যে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল চ্যাম্পিয়ন ভারতও।

এছাড়া এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্ব, এসব নিয়েও সমস্যার শেষ ছিল না দল গুলোর মধ্যে । শ্রীলঙ্কা আইসিসির অদ্ভুত সূচিকে দায়ী করেছিল। আর ওয়েস্ট ইন্ডিজ পর্বে এক ভেন্যু থেকে আরেক ভেন্যু যেতে বেশ সময় লাগার জন্য দলগুলোর কাছ থেকে সমালোচিত হয়েছে আইসিসি। এছাড়া দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না রাখা নিয়েও সমালোচনা হয়েছে।

সবকিছু মিলিয়ে এবারের বিশ্বকাপের আয়োজন নিয়ে বেশ সমালোচিত আইসিসি। ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে আইসিসির সামনে। বিশ্বকাপ চলাকালীন আইসিসি জানিয়েছিল, অভিযোগ এলে তারা খতিয়ে দেখবে। তাই আসর শেষে দেশ গুলোর অভিযোগের বিষয়গুলো আইসিসি বোর্ড মিটিংয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে।

You might also like!