কলকাতা, ২৮ সেপ্টেম্বর : শারদীয়া দুর্গোৎসবের রবিবার মহাষষ্ঠী। দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল শারদীয়া দুর্গাৎসবের। রবিবার ভোর থেকেই বেলুড় মঠ-সহ বিভিন্ন মণ্ডপে শুরু হয় কল্পারম্ভ। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এদিকে, আনুষ্ঠানিক ভাবে পুজো শুরু না হলেও, নামকরা মণ্ডপগুলিতে উদ্বোধন হয়ে যাওয়ায় প্রতিমা দর্শনের জন্য পঞ্চমীতেই ছিল নজর কাড়া ভিড়। সেইসঙ্গে রাস্তাঘাট, বাস, মেট্রো এবং লোকাল ট্রেনেও ভিড় উপচে পড়ে। রবিবার সকাল হতে না হতেই অনেকে বেরিয়ে পরেছেন ঠাকুর দেখতে। জেলার নামকরা মণ্ডপগুলিতেও প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে।