Entertainment

6 months ago

TRP list: কমছে ধারাবাহিকের টিআরপি! সমস্যা কি নির্বাচনের খবর?

TRP of the series is decreasing (Symbolic Picture)
TRP of the series is decreasing (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচন প্রায় আসন্ন। সেই সূত্রে টেলিভিশনের দর্শকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু যে নির্বাচন হবে সেটাই স্বাভাবিক। তবে দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে রোজই নতুন নতুন টুইস্ট আনতে মরিয়া হয়ে উঠতে হচ্ছে ধারাবাহিকের চিত্রনাট্যকারদের। এ কথা বলাবাহুল্য ভোটের আবহে এখন চিত্রনাট্যকারদের উপর একটু বেশিই চাপ। কারণ প্রাক নির্বাচন মরসুমে ভোটের খবরই দর্শকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। টেলিপাড়ায় একটু কর্ণপাত করলেই শোনা যাচ্ছে ভোটের আবহে অল্প অল্প করে ধারাবাহিকের টিআরপি তালিকায় পতন নজরে পড়েছে। 

এই সপ্তাহে কে টিআরপির শীর্ষে থাকল? কোন ধারাবাহিক পিছিয়ে গেল? টিআরপির হিসেবনিকেশ বলছে এই সপ্তাহেও তালিকায় শীর্ষে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। তালিকায় তাদের নম্বর নম্বর ৮.৩। আগের সপ্তাহে তালিকায় শীর্ষে থাকা ‘জগদ্বাত্রী’ এবার দ্বিতীয়তে। অন্যদিকে টিআরপির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রোহিত ও ‘ফুলকি’র গল্প। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৩। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গীতা এল.এল.বি’। এর প্রাপ্ত নম্বর ৭.৯ পঞ্চম স্থানে ‘কথা’। তাদের প্রাপ্ত নম্বর ৭.৩।

তালিকার দিকে নজর দিলে দেখা যাবে এরপরই সিরিয়ালের টিআরপি গ্রাফ আগের সপ্তাহের থেকে অনেকটাই নিম্নগামী। কোন গোপনে মন ভেসেছের প্রাপ্ত নম্বর ৭.২, গত সপ্তাহে যা ছিল ৭.৮, ‘অনুরাগের ছোঁয়া’র প্রাপ্ত নম্বর ৬.৩, আগের সপ্তাহে যা ছিল ৬.৫। ‘আলোর কোলে’ ৫.৭, গত সপ্তাহে যা ছিল ৫.৯, ‘সন্ধ্যাতারা’ ৬.২, গত সপ্তাহে যা ছিল ৬.৪, ‘জল থই থই ভালোবাসা’ ৫.৫, গত সপ্তাহে যা ছিল ৫.৫, ‘তুমি আশেপাশে থাকলে’ ৫.৪, গত সপ্তাহে যা ছিল ৫.৬, ‘লভ বিয়ে আজকাল’ ৫.৪, গত সপ্তাহে যা ছিল ৫.৩, ‘তোমাদের রাণী’ ৫.২, গত সপ্তাহে যা ছিল ৫.৭।

টেলিপাড়ায় অনেকে মনে করছেন ভোটের দিন যত এগোবে। ততই নামবে সিরিয়ালের টিআরপি। 

You might also like!