Entertainment

3 weeks ago

Punjabi influencer Kamal Kaur: চাঞ্চল্যকর মৃত্যু! বাঠিন্ডায় গাড়ি থেকে উদ্ধার জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কমল কৌরের নিথর দেহ

Instagram Influencer Kamal Kaur Found Dead in Car
Instagram Influencer Kamal Kaur Found Dead in Car

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের বাঠিন্ডায় চাঞ্চল্যকর ঘটনা—গাড়ির ভেতর থেকে উদ্ধার হল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কমল কৌরের নিথর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এটি একটি পরিকল্পিত খুন হতে পারে। গোটা ঘটনাটি ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় মহলে। বুধবার (১২ জুন) রাতে, বাঠিন্ডার আদেশ মেডিকেল ইউনিভার্সিটির কাছে একটি গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বেরোতে থাকলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে গাড়িটি খুলে দেখে ভিতরে রয়েছে এক নারীর মৃতদেহ। পরে তার পরিচয় নিশ্চিত হয়—তিনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কমল কৌর। তবে মৃতদেহের  অগ্রিম পচন দেখে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ফরেনসিক দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।

কৌর, যার আসল নাম কাঞ্চন কুমারী তবে সোশ্যাল মিডিয়া নাম কমল কৌর ভাবী নামে পরিচিত, এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লুধিয়ানার বাসিন্দা ছিলেন এবং তিনি  ইনস্টাগ্রামে প্রায় ৩.৮ লক্ষেরও বেশি ফলোয়ার অর্জন করেছিলেন। তিনি তাঁর ভিডিওগুলোর জন্য পরিচিত ছিলেন, যা মাঝে মাঝে বিতর্কিত ও হাস্যকর হয়ে থাকত। ২০২৪ সালে, কানাডাভিত্তিক খালিস্তানি  সন্ত্রাসী অর্শ দল্লা তাঁকে হুমকি দিয়েছিল, তাঁর ভিডিওগুলিকে 'অশ্লীল' বলে উল্লেখ করে সেগুলি বন্ধ করতে বলেছিল। তবে, কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ৯ জুন বাথিন্ডায় একটি প্রমোশনাল ইভেন্টে যোগ দিতে লুধিয়ানা থেকে রওনা হয়েছিলেন কমল। এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশের ধারণা, তিনি বাথিন্ডায় পৌঁছানোর পরই খুন হন এবং পরে তাঁর মৃতদেহ গাড়িতে রেখে দেওয়া হয়। গাড়িটি লুধিয়ানায় নিবন্ধিত ছিল, যা  তাঁর পরিচয় নিশ্চিত করতে সাহায্য করেছে। পুলিশ খুনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না। তদন্তে সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড এবং গত ২৪ ঘণ্টার গতিবিধি যাচাই করা হচ্ছে। 

এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সোশ্যাল মিডিয়া কমিউনিটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তাঁর মৃত্যুর কারণ ও দোষীদের শনাক্ত করার জন্য পুলিশের দ্রুত পদক্ষেপ কামনা করছেন। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সকল সম্ভাব্য দিক খতিয়ে দেখছে। কমল কৌরের মৃত্যু পাঞ্জাবের ডিজিটাল মিডিয়া জগতের জন্য একটি বড় ধাক্কা। তিনি তাঁর সাহসী ও বিতর্কিত কনটেন্টের জন্য পরিচিত ছিলেন, যা অনেকের কাছেই প্রশংসা ও সমালোচনার জন্ম দিয়েছিল। তাঁর অকাল মৃত্যু তাঁর অনুগামীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।  






You might also like!