Entertainment

3 weeks ago

Ranbir Kapoor and Alia Bhatt: শাহরুখের ‘মন্নত’ ও অমিতাভের ‘জলসা’-কে টপকে রণবীর-আলিয়ার নতুন রেকর্ড!

Ranbir Kapoor and Alia Bhatt’s luxury bungalow in Mumbai nears completion
Ranbir Kapoor and Alia Bhatt’s luxury bungalow in Mumbai nears completion

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অবশেষে শেষ হল অপেক্ষার প্রহর। বহু বছর ধরে স্বপ্নের যে বাড়ির অপেক্ষায় ছিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কপূর ও আলিয়া ভট্ট, সেই বাড়ি অবশেষে তৈরি। আর তৈরি হতেই গড়ে ফেলেছে এক নজির—এই মুহূর্তে এটিই ভারতের সবচেয়ে দামি তারকাবাড়ি।  মুম্বইয়ের অভিজাত বান্দ্রা পালি হিল এলাকায় ছয়তলা এই বিলাসবহুল বাড়ির দাম প্রায় ২৫০ কোটি টাকা, যা ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের আইকনিক ‘মন্নত’ (মূল্য আনুমানিক ২০০ কোটি টাকা) এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’ (মূল্য আনুমানিক ১২০ কোটি টাকা)-কেও।

এই নতুন বাসভবনের নামকরণ করা হয়েছে  রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কপূরের নামে—‘কৃষ্ণা রাজ’। আশির দশকে এই বাড়িটি রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূর তাঁদের পুত্র ঋষি কপূর ও পুত্রবধূ নীতু কপূরের নামে লিখে দেন। বর্তমানে এটি উত্তরাধিকারসূত্রে রণবীর ও আলিয়ার অধিকারভুক্ত। তাঁদের কন্যা রাহা কপূরের নামেও নথিভুক্ত করা হয়েছে এই বাড়ি।  বাড়িটির নির্মাণে দীর্ঘ সময় লেগেছে। গৃহনির্মাণের সময় রণবীর ও আলিয়াকে বহুবার খোলামেলা চত্বরে দেখা গিয়েছে, নিজেরা দাঁড়িয়ে থেকে নির্মাণকাজ তদারকি করতেন তাঁরা। ইতিমধ্যেই এই বাড়ির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, ভাইরাল হয়ে উঠেছে নেটপাড়ায়। যদিও বাড়ির কিছু শেষ মুহূর্তের কাজ এখনও বাকি, তবে শিগগিরই এই নতুন ঠিকানায় সপরিবারে উঠবেন এই তারকা দম্পতি।

You might also like!