দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ৫ বছর আগে, ২০১৯ সালের নির্বাচনে এই সময় ব্যস্ততার অন্ত ছিল না অভিনেত্রী নুসরত জাহানের৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে তিনি চষে ফেলছিলেন গোটা এলাকা। এবার অবশ্য তিনি ভোটযুদ্ধে নেই। নির্বাচনের ভরা বাজারে তিনি নিজের ইফতারির ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।
সামান্য শরবত এবং ফলাহারের মাধ্যমেই রোজা ভাঙছেন নুসরত৷ তিনি লিখেছেন, 'রমজান সকলের মানসিক শক্তি, শান্তি এবং দয়া বৃদ্ধি করুক।' গোলাপী সালোয়ারে ঝলমলে লাগছে তাঁকে। সঙ্গে মানানসই গয়না এবং অ্যাকসেসরিজ।
নুসরত এবারে প্রার্থী হননি। বসিরহাটে তৃণমূল টিকিট দিয়েছে হাজী নুরুল ইসলামকে। লোকসভা নির্বাচনের স্টার ক্যাম্পেনারদের তালিকাতেও নাম নেই নুসরতের। ফলে আপাতত রাজনৈতিক ব্যস্ততা প্রায় নেই অভিনেত্রীর।