Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

Entertainment

11 months ago

Kiran Rao Celebrates Divorce With Aamir Khan:আমিরকে ডিভোর্স দিয়ে ভালো আছি, '' উদযাপন কিরণ রাওয়ের

Kiran Rao Celebrates Divorce With Aamir Khan
Kiran Rao Celebrates Divorce With Aamir Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের বিচ্ছেদের খবর চমকে গিয়েছিল অনুরাগীদের। কিরণ রাওকে বিয়ে করার জন্য প্রথম স্ত্রীকে ছেড়েছিলেন আমির। কিন্তু সেই বিয়েও টিকল না। লগান ছবি থেকেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে প্রেম জমে উঠেছিল আমিরের।বিচ্ছেদ হলেই যে সম্পর্ক শেষ হয় না, তিক্ততা বাড়ে না, তা এক সাক্ষাৎকারে বুঝিয়ে দিলেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ ৷ বরং বন্ধু হয়েই একে অপরের পাশে থাকায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানান 'লাপাতা লেডিজ' পরিচালক৷ 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণকে আমির খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে প্রশ্ন করা হয় ৷ তিনি জানিয়েছেন, তাঁর খুশির জন্য এই বিচ্ছেদ প্রয়োজন ছিল ৷ তাঁর কাছে আসলে এটা ছিল 'হ্যাপি ডিভোর্স'৷ তিনি জানান, আমিরের সঙ্গে সম্পর্কের আগে স্বাধীন জীবন যাপন করতেন তিনি ৷ আবার কখনও একা একাও লাগত ৷ কিন্তু এখন আর একা লাগে না তাঁর ৷ ছেলে আজাদের সঙ্গে সময় কাটানো ও কাজ নিয়ে ব্যস্ত থাকায় তিনি খুশি ৷ পাশাপাশি দুই পরিবারের সদস্যদের থেকে সাপোর্ট পাওয়ায় তিনি আনন্দিত ৷

কিরণের আগে আমির 1986 সালে বিয়ে করেন রিনা দত্তকে ৷ সেই সম্পর্কে তাঁদের দুই সন্তান রয়েছে ৷ মেয়ে ইরা খান ও ছেলে জুনেইদ খান ৷ 16 বছরের বিবাহিত জীবনের পর 2002 সালে রিনার সঙ্গে বিচ্ছেদ হয় আমির খানের ৷ এরপর 2005 সালের 28 ডিসেম্বর কিরণ রাওয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আমির ৷ 2011 সালে তাঁদের সন্তান আজাদের জন্ম হয় ৷ এরপর 2021 সালে তাঁরা ভিডিয়ো করে 15 বছরের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘোষণা করেন ৷

এর আগে 'লাপাতা লেডিজ' প্রোমোশনের সময় কিরণ জানিয়েছিলেন, আমির ও তাঁর সম্পর্কে কোনও তিক্ততা নেই ৷ তাঁরা এখনও একে অপরের সঙ্গে ভালোবাসা, সম্মান ভাগ করে নেন ৷ বরং বিচ্ছেদের পর তাঁদের সম্পর্ক আরও সুন্দর হয়েছে ৷ এমনকী, কিরণকে ইরা খানের বিয়েতে প্রতিটি অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতেও দেখা গিয়েছে ৷ রিনা ও কিরণকেও একসঙ্গে দেখা গিয়েছে বহুবার ৷ এই বিষয়ে কিরণ আগে জানিয়েছিলেন, "আমি কিছুটা অবাক হয়েছিলাম ৷ যখন আমাকে আর রিনাকে একসঙ্গে পাপারাৎজিরা দেখেন তখন তাঁরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন ৷ তাঁরা কেউ আমিরের কথা ভাবেনই না ৷ আমি আর রিনা হেসে পোজ দিই ৷ কারণ আমরা বন্ধু ৷ এটা আমাদের কাছে বড় বিষয় নয় ৷"

আসলে কিরণ পরিষ্কারভাবে বলতে চেয়েছেন, কোনও সম্পর্ক যদি মসৃণভাবে না চলে তাহলে একে অপরের থেকে বন্ধনমুক্ত হওয়াই যায় ৷ সেখানে কোনও তিক্ততা নয়, বরং সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা সম্ভব ৷ আসলে জীবনে প্রত্যেকের ভালো থাকার অধিকার রয়েছে ৷


You might also like!