Entertainment

4 days ago

Rani Mukerji: ‘বাবার স্মৃতিতে উৎসর্গিত’, জাতীয় পুরস্কার নিয়ে আবেগপ্রবণ অভিনেত্রী রানি!

Rani Mukerji
Rani Mukerji

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তিন দশকের ফিল্মি ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার জয়ের মুহূর্তে আবেগে ভাসলেন নয়ের দশকের জনপ্রিয় নায়িকা রানি মুখোপাধ্যায়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করলেন তিনি। পুরস্কার গ্রহণের পর আবেগতাড়িত রানি কী বললেন?

রানি বলেন, “আমার তিরিশ বছরের কেরিয়ারে পাওয়া এই সম্মান আমার কাছে এক বিরাট প্রাপ্তি একজন অভিনেতা হিসেবে। আমার এই সম্মান আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবা সারাজীবন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন। আজকের এই দিনে আমার তাঁর কথা খুব মনে পড়ছে। এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে আমার বাবা আমার সঙ্গেই আছেন। আর রয়েছে আমাকে সর্বদা সাহস জুগিয়ে চলা আমার মা। যাঁর শক্তি আমাকে চালনা করেছে এবং এরকম এক ছবি দর্শককে উপহার দিতে সাহায্য করেছে।”

একইসঙ্গে রানি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর দর্শককেও। তিনি আরও বলেছেন “আমার এই পুরস্কার, এই সম্মান পৃথিবীর সকল মাকে উৎসর্গ করছি আমি।” ‘মিসেস ছ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এমন একটি ছবি, যেখানে একজন মায়ের তার সন্তানের জন্য লড়াই করার গল্প উঠে এসেছে। একজন মা সন্তানের ভালোবাসার জন্য কতদূর যেতে পারে, সেটাই এই ছবিতে তুলে ধরা হয়েছে। বাস্তব জীবনে একজন মা হিসেবে এই ছবি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 

You might also like!