দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের হাতে ভারতীয় নারীদের উপর হামলার প্রতিক্রিয়ায় ভারতের জবাব ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গোটা দেশ সরব। পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের প্রত্যাঘাতের পর দেশের নানা প্রান্তে যখন প্রতিক্রিয়ার ঝড় উঠেছে, তখন বলিউডের বহু তারকার নীরবতা নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন প্রবীণ গীতিকার ও লেখক জাভেদ আখতার। ‘দ্য লালানটপ’-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, 'আমি এটা নিয়ে কথা বলেছি, চুপ করে থাকিনি। কখনও কখনও মানুষ আমার কথা পছন্দ করে না, কখনও আবার করে। কিন্তু আমি যেটা সত্যি মনে করি সেটাই বলে ফেলি। তবে কে কেন কথা বলে নি, সেটা কী করে বলব! অনেকেই আবার রাজনীতি থেকে দূরে থাকতেই পছন্দ করেন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর শুরু দিনগুলির কথা স্মরণ করে জাভেদ আখতার আরও বলেন, 'দেখুন, আমি যখন অল্প বয়সে কাজ শুরু করি, তখন থেকেই আমি রাজনৈতিকভাবে সচেতন এবং খুব সোচ্চার পরিবার থেকে এসেছিলাম। কিন্তু যখন আমার সিনেমাগুলি একের পর এক হিট হচ্ছিল, তখন রাজনীতিতে কী চলছে তা নিয়ে কোনও খবর রাখতাম না। এবিষয়ে তখন কোনও ধারণাই ছিল না। আমি হয়ত সেসময় খবরের কাগজটুকুও পড়তাম না, যা হয় আর কী। এবিষয়ে কিছু কিছু মানুষ কথা বলেছে, কেউ কেউ আবার শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত। কিছু লোক যদি কথা না বলে, তাতে কিছু যায় আসে না। বড় ব্যাপারটা হল কেউ কেউ কথা বলছেন। এত মানুষ নানা কথা বলছে। অন্যরা ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তঁরা আরও অর্থ বা আরও খ্যাতি অর্জন করতে চান। যাঁরা যেটা চান, তাঁদের সেটা করতে দিন। সবার কথা বলার বা কেন তারা কথা বলেনি তা আমাদের জিগ্গেস করার প্রয়োজন নেই। তিনি পহেলগাঁও সন্ত্রাস ও ভারত সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে বলেন, “সরকার যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে, তা প্রশংসনীয়।” একই সঙ্গে তিনি জানান, সকলের চিন্তাভাবনা একরকম হয় না। অনেকে বিতর্ক এড়িয়ে চলতেই স্বচ্ছন্দ বোধ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, জাভেদ আখতার এমন একজন শিল্পী যিনি বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিত। জাতীয় ইস্যু হোক বা শিল্পসংস্কৃতি—প্রতিটি বিষয়ে তিনি সরাসরি মত দিতে দ্বিধা করেন না। তাই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে যখন বলিউডের একাংশ নিশ্চুপ, তখন তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে বলিউডে ‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি নিয়ে একাধিক ছবির রেজিস্ট্রেশন চলছে। কিন্তু তাবড় তাবড় তারকাদের নীরবতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন চর্চা শুরু হয়েছে, তেমনিই এখন তা বলিউডের অভ্যন্তরেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।