
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ধনুষ ও মৃণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছিল, চলতি বছরের ভ্যালেন্টাইনস ডে-তে নাকি তাঁদের দু’জনের চারহাত এক হবে। তবে গুঞ্জন যতই ছড়াচ্ছিল, কেউই সরাসরি মুখ খোলেননি। এবার সেই গুঞ্জনের মাঝেই ইঙ্গিতমূলক পোস্ট করলেন মৃণাল। তিনি লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ইঙ্গিতবাহী পোস্টের মাধ্যমেই বিয়ের গুঞ্জনে জল ঢেলেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন যে এই খবর একেবারেই ভুয়ো এবং ভিত্তিহীন। এবং এই গুঞ্জন যে তাঁকে একেবারেই বিচলিত করতে পারেনি তা একটি বাক্য ব্যয় না করেও বুঝিয়ে দিয়েছেন। কোনওরকম মুখ না খুলে নিজের ব্যস্ততা ও নিজেকে ভালো রাখার বিষয়টিই নিজের পোস্টে স্পষ্ট করে দিয়েছেন ম্রুণাল। অন্যদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়েছেন ধনুষ। তিনি বলেছেন, “এটা একেবারেই ভুয়ো খবর। এর কোনও সত্যতা নেই।”
ধনুষ ও মৃণালের অসমবয়সি প্রেমও বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ধনুষের বয়স ৪২, মৃণালের ৩৩। বয়সের ব্যবধানকে কোনো বাঁধা হিসেবে না দেখেই গত কিছু মাস ধরে তাঁরা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। মাঝে মাঝে ইভেন্টে বা পাবলিক প্লেসে দু’জনকেই একসাথে দেখা যাচ্ছে। সূত্রের খবর, হায়দরাবাদের একটি অনুষ্ঠানেই তাঁদের পরিচয় হয় এবং এরপর সম্পর্কের সূত্রপাত। পরে জল্পনা আরও জোরালো হয়, যখন ধনুষকে কৃতী শ্যাননের ‘তেরে ইশক মে’ সিনেমার র্যাপ পার্টিতে মৃণালের সঙ্গে দেখা যায়। এছাড়া মৃণালের সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিতে মুম্বইও ছুটে যান ধনুষ। ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ার নাইটে তাঁরা আবার একসাথে উপস্থিত হন।
উল্লেখ্য, ধনুষের আগের জীবনসঙ্গী ছিলেন রজনীকান্তের কন্যা এবং তামিল পরিচালক ঐশ্বর্য। ২০২২ সালে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। বর্তমানে ধনুষ স্বাধীন জীবন যাপন করছেন, তবে দুই সন্তানের প্রতি দায়িত্ব এখনও সম্মিলিতভাবে পালন করছেন প্রাক্তন দম্পতি।
