Country

2 months ago

Himachal:আবহাওয়ার খামখেয়ালিপনা; হিমাচলে মার খাচ্ছে আপেল চাষ, ক্ষতি বিপুল

vagaries of weather; Apple cultivation is dying in Himachal, the damage is huge
vagaries of weather; Apple cultivation is dying in Himachal, the damage is huge

 

শিমলা, ৩১ জুলাই : আবহাওয়ার খামখেয়ালিপনায় হিমাচল প্রদেশে মার খাচ্ছে আপেল চাষ। ক্ষতির মুখে আপেল চাষিরা, ক্ষতির পরিমাণ বিপুল। উদ্যান পালন বিভাগ জানিয়েছে এপ্রিলের পর থেকে হিমাচল প্রদেশ জুড়ে অস্বাভাবিক আবহাওয়ার কারণে প্রায় ১৩৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। মোট ক্ষতির মধ্যে শুধুমাত্র শিমলা জেলায় প্রায় ১২৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কখনও বৃষ্টি, কখনও শিলাবৃষ্টি আবার কখনও অনাবৃষ্টি। আর তাতেই এই বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে চাষিদের। প্রসঙ্গত, এই মরশুমে অনাবৃষ্টির কারণে আপেলের ফলনের সর্বোচ্চ ক্ষতি হয়েছে, এ বছর জুন ও জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। বিলাসপুর জেলায় ৪.৫ কোটি টাকারও বেশি ক্ষতির খবর পাওয়া গিয়েছে, তবে সবথেকে বেশি ক্ষতি হয়েছে শিমলায়।গেছে, যা সিমলা জেলার পরে দ্বিতীয় সর্বোচ্চ। কুল্লু জেলায় তৃতীয় সর্বোচ্চ ৩.৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার বৈরিতার কারণে বেশ কিছু ফলের গুণগত ও পরিমাণগত ক্ষতির কারণে মোট 34,806 জন উদ্যানতত্ত্ববিদ ক্ষতির সম্মুখীন হয়েছেন।

You might also like!