Country

2 months ago

Badrinath Highway : যোশীমঠের কাছে আংশিকভাবে খুলল বদ্রীনাথ হাইওয়ে, নিরন্তর কাজ করছে বিআরও

Badrinath Highway (symbolic picture)
Badrinath Highway (symbolic picture)

 

যোশীমঠ, ১৩ জুলাই ঃ প্রবল বৃষ্টিপাতের মধ্যে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছিল বদ্রীনাথ হাইওয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য দিন-রাত কাজ করেছে ও করছে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। অবশেষে শনিবার সকালে যোশীমঠের কাছে আংশিকভাবে খুলল বদ্রীনাথ হাইওয়ে। ধীরে ধীরে শুরু হচ্ছে যানবাহন চলাচল। আপাতত বাইক ও ছোট গাড়িকেই অনুমতি দেওয়া হচ্ছে।

বিআরও সহকারী প্রকৌশলী কমলাপতি বলেছেন, "এই কাজ বিআরও-র জন্য চ্যালেঞ্জ ছিল। আমাদের মেশিনও ধ্বংসস্তূপে আটকে পড়েছিল। সেখানেও পাথর নেমে আসছিল, কিন্তু আমরা হাইওয়ে এখন উন্মুক্ত করেছি এবং যাত্রার জন্য পুরোপুরি খোলা। ভারী যানবাহন বন্ধ করা হয়েছে। বর্তমানে এবং সমস্ত ছোট যানবাহন পাস করার পরেই অনুমতি দেওয়া হবে। ১-২ দিনের মধ্যে হাইওয়ে পুরোপুরি খুলে দেওয়া হবে... বিআরও-এর ৫০টি দল মোতায়েন করা হয়েছে।

You might also like!