Country

2 months ago

National Highway:উত্তরে বৃষ্টি কমলেও অনিশ্চিত জাতীয় সড়ক খোলার দিনক্ষণ

The opening date of the national highway is uncertain even though the rain has subsided in the north
The opening date of the national highway is uncertain even though the rain has subsided in the north

 

শিলিগুড়ি, ১৭ জুলাই : নতুন করে তিস্তার জল বইতে দেখা গেল ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে। আর এই তিস্তার জন্য ১০ নম্বর জাতীয় সড়কের ভবিষ্যৎ যে ক্রমশই অনিশ্চিত হয়ে পড়ছে, তা বলছেন স্থানীয়রাই। বুধবার রংপোর মাঝামাঝি এলাকায় জাতীয় সড়কের একটি অংশ তিস্তার গ্রাসে চলে গিয়েছে বলে জানা যায়। ফলে এই পথ দিয়ে যান চলাচল ফের অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জাতীয় সড়ক আবার কবে খুলবে তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।

জানা গেছে, পাহাড়ি এলাকায় বিপদসীমা এদিন নতুন করে অতিক্রম করে তিস্তার জল। আর মূলত তার জেরেই রংপোর মাঝামাঝি এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের একটা অংশ ভেঙে নদীতে মেশে। ফলে জাতীয় সড়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এরাজ্যের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের মূল্য দিতে হচ্ছে সিকিমকেও। দিনের পর দিন জাতীয় সড়ক বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ি রাজ্যে। কিন্তু জাতীয় সড়ক ফের কবে খুলবে তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।


You might also like!