Country

1 month ago

Supreme Court:কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court
Supreme Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে কাটতে চলেছে কাঁথি সমবায় ব্যাঙ্ক নির্বাচন নিয়ে একাধিক আইনি জটিলতা। চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স পদের নির্বাচন। সময়সীমা দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অক্টোবরের মধ্যে স্ক্রুটিনি শেষ করার নির্দেশ। নির্বাচন ঘোষণা হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে।

রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে আবেদনকারী জনৈক রবীন্দ্র নাথ ঠাকুর অভিযোগ করেছিলেন, কাঁথি সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স পদের নির্বাচনের জন্য যে ভোটার তালিকা রয়েছে সেখানে একাধিক মৃত লোকের নাম রয়েছে। এই প্রসঙ্গে,  সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চের সামনে রাজ্য সমবায় নির্বাচন কমিশনের তরফে সওয়াল করে আইনজীবী জয়দীপ মজুমদার।

জয়দীপবাবু জানান, কমিশন শীঘ্রই নয়া ভোটার তালিকা তৈরি করবে। কারণ কাঁথি সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স নির্বাচনের আয়োজন করতে কমিশন বদ্ধপরিকর। পুরোনো ভোটার তালিকায় ৭১০ জন মৃত ভোটারের নাম পাওয়া গিয়েছে। অন্যত্র চলে গিয়েছেন ১৯ জন ভোটার, ৫ জন নিখোঁজ। ভোটার তালিকায় নাম থাকা ১০৮৩ জনের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলে আদালতকে জানান আইনজীবী জয়দীপ মজুমদার।

এরপরেই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কমিশনকে নভেম্বরের মধ্যে নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে কাঁথি সমবায় ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্স পদের নির্বাচন।

You might also like!