Country

3 months ago

Supreme court issue: নিট-ইউজি ইস্যুতে কেন্দ্র ও এনটিএ-কে নোটিশ সুপ্রিম কোর্টের, জবাবও চাইল শীর্ষ আদালত

Supreme Court (File Picture)
Supreme Court (File Picture)

 

নয়াদিল্লি, ১৮ জুন: নিট-ইউজি ২০২৪ পরীক্ষা ইস্যুতে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন্দ্র ও এনটিএ-র কাছে জবাবও চেয়েছে শীর্ষ আদালত।

নিট-ইউজি ২০২৪ পরীক্ষা পরিচালনায় প্রশ্নপত্র ফাঁস এবং অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জমা পড়েছে বহু আবেদন। সেই আবেদনগুলির ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। আর সেই শুনানি চলাকালীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত পর্যবেক্ষণ করেছে, এই ক্ষেত্রে সামান্য গাফিলতিও পুঙ্খানুপুঙ্খভাবে মোকাবিলা করা দরকার। সুপ্রিম কোর্ট বলেছে, যদি কারও তরফে ০.০০১ শতাংশ গাফিলতি থেকে থাকে, তাহলে তা গভীর ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।


You might also like!