Country

2 months ago

Shivraj singh chauhan : পৃথিবী ও মাটির স্বাস্থ্যের জন্য ভারত জৈব চাষের উপর জোর দিচ্ছে : শিবরাজ সিং চৌহান

Shivraj singh chauhan (symbolic picture)
Shivraj singh chauhan (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ আগস্ট : পৃথিবী ও মাটির স্বাস্থ্যের জন্য ভারত জৈব চাষের উপর জোর দিচ্ছে। বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার ৩২-তম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারাল ইকোনমিস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার সময় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কৃষিক্ষেত্রে ভারতের বৃদ্ধির হার বিশ্বে শীর্ষে রয়েছে। উৎপাদন অবশ্যই বাড়াতে হবে, কিন্তু ভারত সবসময়ই নিরাপদ উৎপাদন নিয়ে উদ্বিগ্ন - মানবদেহের জন্য এবং পৃথিবী ও মাটির স্বাস্থ্যের জন্য ভারত জৈব চাষের উপর জোর দিচ্ছে।

শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন ভারতের কৃষি বৃদ্ধির হার বিশ্বে সর্বোচ্চ। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি, ভারত মানবদেহ ও মাটির স্বাস্থ্যের জন্য উৎপাদন নিরাপদ হওয়ার বিষয়েও উদ্বিগ্ন, তাই ভারত এখন প্রাকৃতিক চাষের ওপর জোর দিচ্ছে।

You might also like!