Country

2 months ago

Sanjay Raut : কিছু মানুষ দেশে অরাজকতা ছড়াতে চাইছে, বিজেপিকে দুষে মন্তব্য রাউতের

Sanjay Raut  (symbolic picture)
Sanjay Raut (symbolic picture)

 

মুম্বই, ১৩ জুলাই ঃ জুন মাসের ২৫ তারিখটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই নিয়েই বিজেপিকে একহাত নিলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সঞ্জয়ের মতে, কিছু মানুষ দেশে অরাজকতা ছড়াতে চাইছে। শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "তাঁদের কোনও কাজ নেই। ৫০ বছর হয়ে গেল, মানুষ ভুলে গিয়েছে জরুরি অবস্থা। কেন এ দেশে জরুরি অবস্থা জারি করা হলো? কেউ কেউ দেশে অরাজকতা ছড়াতে চায়।"

সঞ্জয় রাউত আরও বলেছেন, "রামলীলা ময়দান থেকে প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল, আমাদের জওয়ানদের, সেনাবাহিনীকে বলা হয়েছিল সরকারের নির্দেশ না মানতে... তাই এমন পরিস্থিতিতে অটল বিহারী বাজপেয়ী যদি প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে তিনিও তা চাপিয়ে দিতেন। এটা জাতীয় নিরাপত্তার ব্যাপার ছিল, কিছু মানুষ দেশে বোমা তৈরি করছিল এবং বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করছিল। বালাসাহেব ঠাকরে সেই সময়ে জরুরী অবস্থাকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন। আরএসএসও সমর্থন করেছিল।"

উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের দেশের গণতন্ত্রের আত্মাকে গলা টিপে হত্যা করেছিলেন। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে বুঝিয়ে দিয়েছিলেন স্বৈরাচারী মানসিকতা কাকে বলে। বিনা অপরাধে সেই সময়ে জেলে গিয়েছিলেন লাখ লাখ মানুষ। সংবাদমাধ্যমের কণ্ঠরোধও করা হয়েছিল। সরকার তাই সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছর ২৫ জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার। ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় যাঁরা ওই অমানবিক বেদনা সহ্য করেছিলেন, তাঁদের প্রতিই সম্মান জানাবে দিনটি।

You might also like!