Country

2 months ago

Brajamandal Yatra:ব্রজমণ্ডল যাত্রা উপলক্ষ্যে নুহতে কড়া নিরাপত্তা, মোবাইল ইন্টারনেট স্তব্ধ

Brajamandal Yatra
Brajamandal Yatra

 

নুহ, ২২ জুলাই : ব্রজমণ্ডল জলাভিষেক যাত্রা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হরিয়ানার নুহ-কে। এছাড়া যাত্রাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে রবিবার সন্ধ্যা থেকে নুহ জেলায় ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট ও বাল্ক মেসেজ পরিষেবা। স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব অনুরাগ রাস্তোগী জানিয়েছেন, সংশ্লিষ্ট যাত্রাকে কেন্দ্র করে নুহতে বিক্ষোভের পাশাপাশি সম্পত্তি নষ্ট করা ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই রবিবার সন্ধ্যা ছ’টা থেকে সোমবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত ইন্টারনেট ও বাল্ক মেসেজ পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রদায়িক অশান্তির জেরে গতবছর ভয়ঙ্কর পরিস্থতির সাক্ষী হয়েছিল হরিয়ানার নুহ। তাই এবার আগে থেকেই সতর্ক রয়েছে প্রশাসন। পুলিশ সুপার বিজয় প্রতাপ সোমবার সকালে বলেছেন, পুলিশ প্রস্তুত রয়েছে, নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ডগ স্কোয়াড ও সশস্ত্র পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে।

You might also like!