Country

1 week ago

Rahul Gandhi:কোনও শক্তিই ভারতের সংবিধানকে স্পর্শ করতে পারবে না : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২৪ জুন : কোনও শক্তিই ভারতের সংবিধানকে স্পর্শ করতে পারবে না। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেছেন, "প্রধানমন্ত্রী ও অমিত শাহ সংবিধানের ওপর যে আক্রমণ চালাচ্ছেন, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, আমরা তা হতে দেব না। তাই শপথ নেওয়ার সময় আমরা সংবিধানকে হাতে রেখেছিলাম। আমাদের বার্তা হল, ভারতের সংবিধানকে কোনও শক্তি স্পর্শ করতে পারবে না।"

উল্লেখ্য, নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা যখন সাংসদ হিসাবে শপথ নিচ্ছেন, তখনই সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট ‘ইন্ডি’-র সাং‌সদেরা। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই সংবিধান বাঁচানোর দাবি তুলে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একাংশ। হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিম্পল যাদব, ডিএমকে-র কানিমোঝিরা।


You might also like!