Country

2 months ago

Nirmala sitharaman : লাল রঙা মোড়কে ট্যাবলেট, বাজেট পেশে রেকর্ড ভাঙলেন নির্মলা সীতারমন

Nirmala sitharaman (file picture)
Nirmala sitharaman (file picture)

 

নয়াদিল্লি, ২৩ জুলাই : দেশের অর্থমন্ত্রী হিসাবে টানা সাত বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসাবে টানা ছ’বার বাজেট পেশ করে নজির গড়েছিলেন। মঙ্গলবার মোরারজির রেকর্ড ভাঙলেন নির্মলা। বাজেট পেশের আগে দিস্তা দিস্তা কাগজ ভর্তি স্যুটকেস নিয়ে অর্থমন্ত্রীদের সংসদে ঢোকার রেওয়াজ শেষ হয়েছে বেশ কয়েক বছর আগেই। হাল আমলের সঙ্গে তাল মিলিয়ে হয়েছে ‘পেপারলেস’ বাজেট। সেই অনুসারেই মঙ্গলবার লাল খাপে মোড়া ট্যাবলেট নিয়ে নর্থ ব্লকের সামনে আসেন নির্মলা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ও অর্থ মন্ত্রকের অন্য শীর্ষ পদাধিকারীরা।

বাজেট পেশের আগে মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ নয়াদিল্লির নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের দফতরে পৌঁছন নির্মলা। নিয়ম মোতাবেক, বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে বাজেটের খসড়া তুলে দিলেন অর্থমন্ত্রী। ‘শুভ কাজে’ যাওয়ার আগে নির্মলার হাতে দই-চিনি তুলে দিলেন রাষ্ট্রপতি। এরপর বেলা এগারোটা নাগাদ তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


You might also like!