Country

2 months ago

Nirmala sitharaman : বিহার, ওডিশা ও পশ্চিমবঙ্গ; দেশের পূর্ব দিকের উন্নয়নে নজর দেবে কেন্দ্র : নির্মলা সীতারমন

Nirmala sitharaman (symbolic picture)
Nirmala sitharaman (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৩ জুলাই : দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওডিশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা। এছাড়াও তিনি বলেছেন, "প্রধানমন্ত্রীর ৫টি স্কিম এবং উদ্যোগের প্যাকেজ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত যে, ৫ বছরের মধ্যে ৪.১ কোটি যুবসমাজের জন্য কর্মসংস্থান, দক্ষতা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় ব্যয় করা হবে। এই বছর আমরা শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতার জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকার ব্যবস্থা করেছি।

তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট মঙ্গলবার পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। তাই মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হচ্ছে। নির্মলা সীতারমন বলেছেন, এই বছর কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১.৫২ লক্ষ কোটি টাকা।" নির্মলা আরও বলেছেন, "দেশীয় প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য সরকার আর্থিক সহায়তা দেবে।

You might also like!