Country

2 months ago

landslide in chamoli:চামোলিতে পাহাড়ধসে বন্ধ জোশীমঠের রাস্তা

landslide in chamoli
landslide in chamoli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। যার জেরে জোশীমঠে যাওয়ার পথে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে পাহাড়ের একাংশ। জোশীমঠের ভবানী জি মন্দিরের কাছে পাহাড় থেকে ধস নামার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সালুদ-ডুংরা সড়ক। জানা গেছে, আগামী চারদিন বন্ধ থাকবে এই রাস্তা। এর ফলে সমস্যার মুখে পড়তে হয়েছে স্থানীয়দের।

এদিকে ২ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। পাশাপাশি ১ আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরাখণ্ড-সহ দিল্লি, পঞ্জাব ও হরিয়ানা-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিল্লি, হরিয়ানা ও চন্ডীগড়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!