Country

3 months ago

Sikkim Flood: অবশেষে বাড়ির পথে! তৃতীয় দিনে উদ্ধার সিকিমে আটকে থাকা ১৫৮ পর্যটক

Several tourist rescue from Sikkim (File Picture)
Several tourist rescue from Sikkim (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন সিকিমে আটকে থাকা পর্যটকরা। ঘুরতে গিয়ে প্রতিকূল আবহাওয়ার জেরে ফেঁসে গিয়েছিলেন তাঁৎা। বন্যা বৃষ্টিতে বিধ্বংস্ত সিকিমে সাত দিনের বেশি সময় আটকে থাকার পর পর্যটকরা অবশেষে বাড়ির পথে রওনা হয়েছেন। রবিবার থেকে উদ্ধারকাজ শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার জেরে তা একদিন পিছিয়ে গিয়ে সোমবার থেকে শুরু হয়। উত্তর সিকিমে ঘুরতে গিয়ে আটকে থাকা ১৫৮ পর্যটককে তৃতীয় দিনে অর্থাৎ বুধবার উদ্ধার করা হয়েছে। চুংথাংয়ের স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। পর্যটকদের বিনামূল্যে বাসস্থান, খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল থেকে প্রতিকূল আবহাওয়ার মধ্য়েও নিরাপদে ওই পর্যটকদের গ্যাংটকে পৌঁছে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অসুস্থ তিনজনকে স্ট্রেচারে করে উদ্ধার করা হয়। উদ্ধার করা পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেনা হাসপাতালে। গত তিন দিনে এই নিয়ে ১৪৪৭ জন পর্যটককে উদ্ধার করা হল। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সিকিমের কোনও প্রান্তে আর কোনও পর্যটকের আটকে থাকার খবর নেই। তবে খবর মিললে প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

You might also like!