Country

1 month ago

Delhi high court : দিল্লি হাইকোর্টে পূজা খেড়করের স্বস্তি, ২১ আগস্ট পর্যন্ত গ্রেফতারিতে স্থগিতাদেশ

Delhi high court (symbolic picture)
Delhi high court (symbolic picture)

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : দিল্লি হাইকোর্টে "বিতর্কিত" শিক্ষানবিশ আমলা পূজা খেড়করের স্বস্তি। আদালত ২১ আগস্ট পর্যন্ত তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের বেঞ্চ খেড়করের আগাম জামিনের আবেদনের ভিত্তিতে দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছে। মামলার পরবর্তী শুনানি ২১ আগস্ট হবে। হাইকোর্ট পূজা খেড়করের আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে নির্দেশ দিয়েছে এই মামলায় ইউপিএসসি–কেও যুক্ত করে আবেদন পেশ করার জন্য। উল্লেখ্য, নিজের ভুয়ো পরিচয় ও বিশেষভাবে সক্ষমের জাল পরিচয় দেওয়ার জেরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মহারাষ্ট্র ক্যাডারের শিক্ষানবিশ আইপিএস পূজা খেড়করের নিয়োগ বাতিল করে। সেইসঙ্গে ইউপিএসসির কোনও পরীক্ষায় ভবিষ্যতে পূজা বসতে পারবেন না, এই নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি দায়ের হয় এফআইআর।

You might also like!