Country

2 months ago

Atishi:বন্যা পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি সরকার : অতিশী

Atishi
Atishi

 

নয়াদিল্লি, ১০ জুলাই:  বর্ষাকাল মানেই জলমগ্ন হয়ে পড়ে দিল্লির যমুনা নদী সংলগ্ন নীচু এলাকা। প্রতিবছরই বর্ষাকালে দুর্দশার মধ্যে জীবন কাটে বহু মানুষের। আর তাই এই বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি সরকার। দিল্লির মন্ত্রী অতিশী বুধবার লোহা পুলের কাছে যমুনা নদী ও যমুনা বাজারের নীচু এলাকা পরিদর্শন করেছেন।

মন্ত্রী অতিশী বলেছেন, "গত বছর দিল্লিতে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ জলস্তর ছিল। এই বছর, বৃষ্টির কারণে যে কোনও বন্যা পরিস্থিতির জন্য আমরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছি। যমুনা বাজার দিল্লির সবচেয়ে নীচু এলাকা এবং গত বছর এখানেই প্রথম বন্যা পরিস্থিতি হয়েছিল। আমি পরিস্থিতি মূল্যায়ন করতে রাজস্ব বিভাগ এবং সেচ ও বন্যা দফতরের সমস্ত আধিকারিকদের সঙ্গে এসেছি। দিল্লি সরকার একটি সংক্ষিপ্ত নোটিশেও বন্যার ক্ষেত্রে ব্যবস্থা নিতে পুরোপুরি প্রস্তুত।"

You might also like!