Country

3 months ago

Birmah bridge : বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল উধমপুরের লাইফলাইন, নতুন বিরমাহ সেতুর কাজ চলছে পুরোদমে

Birmah Bridge (symbolic picture)
Birmah Bridge (symbolic picture)

 

উধমপুর, ৪ জুলাই ঃ প্রায় ৪ বছর আগের কথা, ২০২০ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল উধমপুরের লাইফলাইন হিসেবে পরিচিত বিরমাহ সেতু। গুরুত্বপূর্ণ এই সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যায় পড়েছিলেন ওই অঞ্চলের মানুষজন। অবশেষে উধমপুরের লাইফলাইন নতুন বিরমাহ সেতুর নির্মাণকাজ চলছে জোরকদমে। ২০২০ সালে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বিরমাহ সেতু, অবশেষে নতুন বিরমাহ সেতুর নির্মাণকাজ চলছে পুরোদমে।

বৃহস্পতিবার উধমপুরের ডেপুটি কমিশনার সালোনি রাই বলেছেন, "বিরমাহ সেতু, যা ২০২০ সালে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা নতুন করে নির্মাণের অনুমোদন মিলেছে। বর্তমানে কাজ চলছে পুরোদমে। এই প্রকল্পের জন্য আনুমানিক ১৫ কোটি টাকা খরচ হবে। আমরা আশা করছি এই বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

You might also like!