Country

3 months ago

Bjp aligate Rahul Gandhi : হিন্দুদের নিয়ে মন্তব্যে বিপাকে রাহুল, দিল্লিতে বিক্ষোভ-প্রতিবাদ বিজেপির

Bjp and rahul gandhi (symbolic picture)
Bjp and rahul gandhi (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ জুলাই ঃ লোকসভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হিন্দুদের প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হিন্দুদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার জন্য এবার বিপাকেই পড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলকে একহাত নিয়ে বুধবার সকালে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। রাহুলের মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিজপির নেতা-কর্মীরা।

বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ বলেছেন, "বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দিয়েছেন। নিজ বক্তব্যের জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। তিনি তোষণের রাজনীতিকে উৎসাহিত ও রাজনৈতিক লাভের জন্য এই বিবৃতি দিয়েছেন। তিনি যখন ভোটব্যাঙ্কের রাজনীতি দেখেন, তখন তিনি এই মন্তব্য করেন। তিনি যখন সংসদে বক্তৃতা দেন, তখন তাঁর মন্তব্যে হিন্দু ও সনাতন ধর্মবিরোধী মানসিকতা দেখা যায়।" উল্লেখ্য, গত সোমবার বিরোধী দলনেতা রাহুলের ‘হিন্দু’ মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে বিজেপি। রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তৃতা করছিলেন রাহুল। সেই সময় শাসকজোটের সাংসদদের উদ্দেশে তিনি বলেন, “যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন।

You might also like!