Country

2 months ago

International tiger day : ব্রাঘ্য দিবসের শুভেচ্ছা জানালেন ভূপেন্দ্র যাদব, বাঘ রক্ষায় অঙ্গীকারের আহ্বান

International tiger day (symbolic picture)
International tiger day (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৯ জুলাই : জুলাই মাসের ২৯ তারিখ, আন্তর্জাতিক ব্রাঘ্য দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাসস্থল রক্ষার জন্য একটি বিশ্বব্যাপী ব্যবস্থা প্রচার করা এবং বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ও সমর্থন বাড়ানো। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব দেশবাসীর কাছে বাঘ রক্ষার অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ব্রাঘ্য দিবসের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সোমবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "বিশ্ব ব্রাঘ্য দিবসের শুভেচ্ছা। বাঘ সংরক্ষণ মানে শুধু প্রজাতি বাঁচানোই নয়। বাঘের সংখ্যা তাদের বসবাসকারী বনের সুস্বাস্থ্যেরও প্রতীক, কারণ এই বন লক্ষ লক্ষ মানুষের জল এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করে। আসুন আমরা আমাদের বাঘ রক্ষা করার অঙ্গীকার করি।

You might also like!