Country

1 month ago

Bansuri attack Manish sisodia:সিসোদিয়ার জামিন প্রসঙ্গে মুখ খুললেন বাঁশুরি, উপর্যুপরি আক্রমণ বিজেপি নেত্রীর

Bansuri attack Manish sisodia
Bansuri attack Manish sisodia

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি) নেতা মনীশ সিসোদিয়ার জামিন প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ। সিসোদিয়াকে উপর্যুপরি আক্রমণ করেছেন বাঁশুরি স্বরাজ। সিসোদিয়াকে আক্রমণ করে বাঁশুরি স্বরাজ বলেছেন, "মনীশ সিসোদিয়া এমন একজন শিক্ষামন্ত্রী ছিলেন যিনি শিশুদের 'পাঠশালা থেকে মধুশালায়' ঠেলে দেওয়ার পাপ করেছিলেন।"

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বাঁশুরি স্বরাজ বলেছেন, "চলতি বছরেই ৭-বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। এখন তাঁর আইনজীবীরা মেরিটের ভিত্তিতে আবেদন করেননি, তাঁদের আবেদন বিলম্বের ভিত্তিতে ছিল। মণীশ সিসোদিয়া ১৭-১৮ মাস জেলে ছিলেন এবং সেই ভিত্তিতে - বিচারে বিলম্ব, তাঁকে জামিন দেওয়া হয়েছে... তিনি এখনও একজন অভিযুক্ত এবং তিনি দিল্লির জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মনীশ সিসোদিয়া দিল্লির এমন একজন শিক্ষামন্ত্রী ছিলেন যিনি একজন পাপী এবং যিনি দিল্লির শিশুদের 'পাঠশালা থেকে মধুশালায়' ঠেলে দেওয়ার পাপ করেছিলেন।"

You might also like!