Business

3 hours ago

Income Tax: অগ্রিম কর ব্যবস্থায় ইনকাম ট্যাক্স জমা দেবেন? জেনে নিন এটির সবচেয়ে বড় 3 সুবিধা

Income Tax
Income Tax

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:করদাতাদের একটি বড় অংশ বা স্পষ্টভাবে উল্লেখ করলে অধিকাংশ করদাতারাই আয়কর জমা করার ক্ষেত্রে শেষ মুহূর্তের অপেক্ষা করেন। তবে, এই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার বিষয়টি করদাতাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাড়াহুড়োর মধ্যে অনেক সময়েই আয়কর জমা করার ক্ষেত্রে ভুল হয়ে যায়। এছাড়াও, শেষ মুহূর্তের অত্যাধিক ভিড়ের কারণে আয়কর বিভাগের পোর্টালেও সমস্যা দেখা যায়। আগে থেকে আয়কর জমা করার ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যেতে পারে? দেখে নিন-

দ্রুত আয়কর রিফান্ড পাওয়া যাবে: অগ্রিম আয়কর রিটার্ন ফাইল করা হলে দ্রুত রিফান্ড পাওয়া সম্ভব। যদি আপনি কোনও আয়কর রিফান্ড পাওয়ার যোগ্য হন, তাহলে আপনি যত আগে আয়কর রিটার্ন করবেন, তত দ্রুত রিফান্ড পেয়ে যাবেন। দেরিতে আয়কর জমা করা হলে রিফান্ড পেতেও দেরি হবে। ফলে, আর্থিক পরিকল্পনার বিষয়টিও সহজ হবে।

ভুল হওয়ার সম্ভাবনা কম হবে: তাড়াহুড়োর মধ্যে আয়কর জমা করার ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা থাকে। ভুল আয়কর রিটার্ন ফাইল করা হলে করদাতার কাছে আয়কর বিভাগের পক্ষ থেকে নোটিস পাঠানো হতে পারে। এর ফলে তিনি গুরুতর আইনি জটিলতার সম্মুখীন হয়ে পড়তে পারেন। আগে আইটিআর ফাইল করার ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য বাড়তি সময় পাওয়া যায়। ফলে, আপনার জমা করা আয়কর নির্ভুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এই তথ্যগুলির মধ্যে রয়েছে আধার, প্যান, ফর্ম 16, বেতনের স্লিপ, ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্টের প্রমাণ, হেলথ ইন্সুরেন্স প্রিমিয়াম রিসিপ্ট।

সম্পর্কিত খবর

জরিমানা এড়িয়ে যাওয়া সম্ভব: আপনি যদি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আয়কর জমা করেন, তাহলে আপনাকে একটি জরিমানা প্রদান করতে হবে। যাদের আয় 5 লক্ষের বেশি তাদের এই ক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত দিতে হতে পারে। আগে আয়কর রিটার্ন জমা করা হলে, এই ক্ষেত্রে জরিমানা দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া সম্ভব।


You might also like!