Business

8 months ago

Commercial gas price :Commercial gas price ফের স্বস্তি, এবার একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

Commercial gas price
Commercial gas price

 

নয়াদিল্লি ও কলকাতা, ১ মে : মে মাসের শুরুতেই সুখবর! ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল অনেকটাই। দেশের তেল বিপণন সংস্থাগুলি বুধবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য হ্রাসের কথা জানিয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৯ টাকা কমানো হয়েছে।

মূল্য হ্রাসের পর বুধবার দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১,৭৪৫.৫০ টাকা। দাম কমার ফলে কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম ১,৮৫৯ টাকা। মুম্বইতে ওই সিলিন্ডার মিলছে ১,৬৯৮.৫০ টাকায়। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম হয়েছে ১,৯১১ টাকা। এর আগে এপ্রিল মাসের শুরুতেও কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।


You might also like!