Business

11 months ago

Adani Power Q3 Results: কয়েকগুণ বৃদ্ধি পেয়ে মুনাফা পৌঁছল 2738 কোটি টাকায়, আয় বাড়ল 67%

Adani
Adani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফল প্রকাশ করল আদানি পাওয়ার (Adani Power)। জানা গিয়েছে, কোম্পানিটির কর বাদ দিয়ে মুনাফার পরিমাণ কয়েক গুণ বেড়ে হয়েছে 2738 কোটি টাকা। গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকে সংস্থাটির লাভ হয়েছিল মাত্র নয় কোটি টাকা। কোম্পানিটির পরিচালন বিভাগ থেকে আয়ের পরিমাণ 2023-24 অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বরে প্রায় 67 শতাংশ বেড়ে হয়েছে 12991 কোটি টাকা। গত অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে এই সংস্থার আয় হয়েছিল 7764 কোটি টাকা।

চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে এই কোম্পানির EBITDA গত অর্থবর্ষের একই কোয়ার্টারের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বরে সংস্থাটির EBITDA হয়েছে 5059 কোটি টাকা। গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে আদানি গোষ্ঠীর এই বিদ্যুৎ কোম্পানির EBITDA ছিল 1996 কোটি টাকা। মূলত জ্বালানির দাম হ্রাস পাওয়ায় সংস্থাটির EBITDA বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ওই ত্রৈমাসিকে জ্বালানির খরচ হ্রাস এবং জ্বালানির খরচে কম বৃদ্ধির জেরে আয় ঊর্ধ্বগামী হয়েছে।

গোড্ডা পাওয়ার প্ল্যান্ট সংযোজনের জেরে তৃতীয় ত্রৈমাসিকে Depreciation চার্জ তৃতীয় ত্রৈমাসিকে 838 কোটি থেকে বেড়ে হয়েছে 1002 কোটি টাকা। এদিকে কোম্পানিটির বৃদ্ধির নেপথ্যে অন্যতম কারণ আর্থিক ব্যয়ে পতন। সংস্থাটির চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে আর্থিক ব্যয় হয়েছে 797 কোটি টাকা। কোম্পানিটির 2022-23 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে খরচের পরিমাণ ছিল 946 কোটি টাকা।পরিচালন বিভাগে আদানি গোষ্ঠীর এই কোম্পানির ডিসেম্বরের কোয়ার্টারে ইনস্টল করা বৈদ্যুতিক ক্ষমতা পৌঁছেছে 14250 মেগাওয়াটে। সংস্থাটির প্ল্যান্ট লোড ফ্যাক্টর হয়েছে 68.6 শতাংশ। কোম্পানির অপারেটিং পারফর্ম্যান্সের মধ্যে রয়েছে আদানি পাওয়ারের সহযোগী Adani Power (Jharkhand)) (APJL)। এটি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে চালু করা হয়েছিল।

এ বিষয়ে আদানি পাওয়ারের সিইও এস বি খেয়ালিয়া বলেছেন, "আদানি পাওয়ার সর্বদা উচ্চতর মানে পৌঁছেছে। কোম্পানিটি ডোমেন জুড়ে নেতৃত্ব দিয়ে চলেছে। 2023-24 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফলে তা প্রমাণিত।"

You might also like!