নয়াদিল্লি, ১ মার্চ ): মার্চ মাসের শুরুতেই মূল্যবৃদ্ধির ধাক্কা, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা, বর্ধিত দাম প্রযোজ্য হয়েছে শুক্রবার থেকেই। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে দুঃশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা।
মূল্যবৃদ্ধির পর দিল্লির ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১,৭৯৫ টাকা প্রতি সিলিন্ডার, কলকাতায় দাম বেড়ে হয়েছে ১,৯১১ টাকা, মুম্বইয়ে ১,৭৪৯ টাকা ও চেন্নাইয়ে ১,৯৬০ টাকা।