Business

11 months ago

Nirmala Sitharaman : ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ, নতুন রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারমন

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ । লোকসভা নির্বাচনের আগে অন্তবর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । কিন্তু, জানেন কি, এই বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে বড় রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারমন । প্রাক্তন অর্থমন্ত্রীদের পিছনে ফেলে দিতে চলেছেন তিনি ।

কোন রেকর্ড গড়বেন সীতারমন

জানা গিয়েছে, টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন । এবার একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন । তবে, এর আগে মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরমের মতো প্রাক্তন অর্থমন্ত্রীরা শুধুমাত্র ৫টি পূর্ণাঙ্গ বাজেটই পেশ করেছিলেন । তবে, দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে, টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন নির্মলা । এর আগে এই রেকর্ড রয়েছে মোরারজি দেশাইয়ের ।

২০২৪ সালের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত বাজেটগুলির মতো এবারের বাজেটও হতে চলেছে কাগজবিহীন ডিজিটাল আকারে। বাজেটের যাবতীয় নথি পাওয়া যাবে 'ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে'।

You might also like!