দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ । লোকসভা নির্বাচনের আগে অন্তবর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । কিন্তু, জানেন কি, এই বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে বড় রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারমন । প্রাক্তন অর্থমন্ত্রীদের পিছনে ফেলে দিতে চলেছেন তিনি ।
কোন রেকর্ড গড়বেন সীতারমন
জানা গিয়েছে, টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন । এবার একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন । তবে, এর আগে মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরমের মতো প্রাক্তন অর্থমন্ত্রীরা শুধুমাত্র ৫টি পূর্ণাঙ্গ বাজেটই পেশ করেছিলেন । তবে, দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে, টানা পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন নির্মলা । এর আগে এই রেকর্ড রয়েছে মোরারজি দেশাইয়ের ।
২০২৪ সালের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত বাজেটগুলির মতো এবারের বাজেটও হতে চলেছে কাগজবিহীন ডিজিটাল আকারে। বাজেটের যাবতীয় নথি পাওয়া যাবে 'ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে'।