Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Business

1 year ago

SME IPO Listing Price: বাড়ল বিনিয়োগকারীদের অর্থ, 51% প্রিমিয়ামে ডেবিউ সুপ্রিম পাওয়ার ইকুইপমেন্টের, Indifra-র স্টকে লাভ 11%

SME IPO Listing Price
SME IPO Listing Price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিনেও SME IPO-গুলির তালিকাভুক্তির ক্ষেত্রে মিলেছে প্রিমিয়াম। এদিন ট্রাইডেন্ট টেকল্যাবস ছাড়াও তালিকাভুক্ত হয়েছে সুপ্রিম পাওয়ার ইকুইপমেন্ট এবং ইন্ডিফ্রা। তিনটি কোম্পানিই আজ NSE SME প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়।

Supreme Power Equipment

আজ এই কোম্পানি 50.8 শতাংশ প্রিমিয়ামে NSE SME প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছিল। সংস্থাটি 98 টাকায় তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির আগে এই সংস্থার শেয়ার 31 টাকা প্রিমিয়ামে গ্রে মার্কেটে ট্রেড করেছিল। এই কোম্পানির আইপিও-র শেয়ারের দাম ছিল 61 থেকে 65 টাকা।

এই কোম্পানির আইপিও-টি বিনিয়োগকারীদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছিল। সামগ্রিকভাবে 262 বার সাবস্ক্রাইব করা হয়। খুচরা বিভাগটি 264 বার সাবস্ক্রাইব করা হয়েছিল। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের বিভাগ মোট 489 বার সাবস্ক্রিপশন পেয়েছিল। তবে কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের বিভাগে 89 বার সাবস্ক্রিপশন করা হয়েছিল।

এই কোম্পানির আইপিও-র সম্পূর্ণ অংশ ছিল নতুন ইস্যু। সংস্থাটির আইপিও-র অফারে 71.8 লক্ষ ইকুইটি শেয়ার ছিল। সংস্থাটি মোট 46.67 কোটি টাকা সংগ্রহ করেছে। বর্তমানে এই কোম্পানি বিদ্যুতের ট্রান্সফরমার, জেনারেটর ট্রান্সফরমার থেকে রেকটিফায়ার ট্রান্সফরমার পর্যন্ত ট্রান্সফরমারের উৎপাদন, আপগ্রেডেশন এবং সংস্কারের সঙ্গে যুক্ত রয়েছে।

2023 সালের 31 জুলাই পর্যন্ত এই কোম্পানির আয় হয়েছে 39.26 কোটি টাকা। সংস্থাটির কর বাদ দিয়ে মুনাফার পরিমাণ ছিল 5.03 কোটি টাকা।

Indifra

আজ এই কোম্পানির শেয়ার NSE SME প্ল্যাটফর্মে 10.8 শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির শেয়ারের ইস্যু প্রাইস ছিল 65 টাকা। সংস্থাটি 72 টাকায় বাজারে পথ চলা শুরু করে। জানা গিয়েছে, এই সংস্থার আইপিও-তে সামগ্রিকভাবে 7.21 বার সাবস্ক্রাইব করা হয়েছিল। খুচরা এবং অন্যান্য বিনিয়োগকারীদের বিভাগে 12 এবং 2.34 বার সাবস্ক্রাইব করা হয়েছে।এই কোম্পানির আইপিও-তেও সম্পূর্ণ অংশ ছিল নতুন ইস্যু। মোট ইকুইটি শেয়ারের সংখ্যা ছিল 21.6 লক্ষ। অর্থাৎ কোম্পানিটি বাজার থেকে 14.04 কোটি টাকা সংগ্রহ করেছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, 2023 সালের জুন পর্যন্ত কোম্পানিটির আয় হয়েছে 62 লক্ষ টাকা। সংস্থাটির লাভের পরিমাণ ছিল 3.54 লক্ষ টাকা। তবে 2022-23 সালে এই কোম্পানির পরিচালন বিভাগ থেকে আয় হয়েছে 10 কোটি টাকা। লাভের পরিমাণ ছিল 99 লক্ষ টাকা।


You might also like!