Business

3 months ago

India GDP Growth: লোকসভা ভোটের মাঝেই স্বস্তি দিল দেশের অর্থনীতি, GDP বাড়তেই 'ধ্যানমগ্ন' মোদীর টুইট

India GDP Growth
India GDP Growth

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। তার মাঝেই স্বস্তি দিল দেশের অর্থনীতি। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস তথা এনএসও প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে।

গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই হিসেব ছিল ৬.২ শতাংশ। অর্থাৎ উন্নতি হয়েছে অনেকটাই। বার্ষিক বৃদ্ধির হার পৌঁছল ৮.২ শতাংশে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত টুইট প্রধানমন্ত্রীর।তবে অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের হার ছিল ৮.৬ শতাংশ, যা জানুয়ারি-মার্চের থেকে বেশি।

জিডিপি বৃদ্ধির হিসাবে চীনকে পিছনে ফেলে দিল ভারত। জানুয়ারি থেকে মার্চে চীনের জিডিপি বৃদ্ধির হার ভারতের থেকে কম। মাত্র ৫.৩ শতাংশ।

অর্থমন্ত্রক আগেই জানিয়েছিল, আর্থিক বৃদ্ধি হতে চলেছে ৭ শতাংশেরও বেশি। কেন্দ্রীয় সরকারের দাবি, আগামী ৩ বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত।

You might also like!