Business

6 months ago

Gold-Silver Price Today: আজ লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দর, কলকাতায় কত দামি হল দুই ধাতু?

Gold-Silver Price Today
Gold-Silver Price Today

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চলতি বছরের জুনের মধ্যে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীদের একাংশ। ফলে গতিতে রয়েছে হলুদ ধাতু।আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম 2.1 শতাংশ বেড়ে হয়েছে 2086.21 মার্কিন ডলার প্রতি আউন্স। ডিসেম্বরের পর ফের এই ধাতুর দাম পৌঁছে গিয়েছে বিপুল উচ্চতায়। এদিকে সোনা এই নিয়ে পরপর দ্বিতীয় সপ্তাহে মুনাফা বৃদ্ধি করল। অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচারের দর প্রতি আউন্সে 2 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 2095.7 ডলারে। জানা গিয়েছে, মার্কিন দশ বছরের বন্ডের হার এবং ডলারের সূচক হ্রাস পাওয়ায় সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তবে শুধু সোনা নয়, বিশ্ববাজারে সাপ্তাহিক নিরিখে বৃদ্ধি পেয়েছে রুপো-সহ অন্যান্য ধাতুর দামও। এদিন স্পট সিলভারের দাম 2.6 শতাংশ বেড়ে হয়েছে 23.26 মার্কিন ডলার প্রতি আউন্স। এদিকে স্পট প্ল্যাটিনামের মূল্য 1.2 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 886.15 মার্কিন ডলার প্রতি আউন্স। অন্যদিকে, স্পট প্যালাডিয়ামের দর 1.4 শতাংশ বেড়ে হয়েছে 955.50 ডলার।

MCX -এ সোনা এবং রুপোর দাম

শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এপ্রিলের গোল্ড ফিউচারের মূল্য 0.06 শতাংশ বেড়ে হয়েছে 63600 টাকা প্রতি দশ গ্রাম। এদিকে মার্চের সিলভার ফিউচারের দর প্রতি কিলোগ্রামে 0.20 শতাংশ ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় 70630 টাকায়।

খুচরা বাজারের দর

 দেশের খুচরা বাজারে সোনা এবং রুপোর দাম লাফিয়ে বেড়েছে। এদিন 24 ক্যারেট হলুদ ধাতুর দর 930 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 64090 টাকা প্রতি দশ গ্রাম। এদিকে 22 ক্যারেট সোনার দাম 850 টাকা ঊর্ধ্বগামী হয়ে পৌঁছেছে 58750 টাকায়। আজ রুপোর দাম প্রতি কিলোগ্রামে 500 টাকা বেড়ে হয়েছে 75000 টাকা। এদিন কলকাতায় রুপোর দাম ছিল 75000 টাকা প্রতি কিলোগ্রাম।

শহরে সোনার দাম

আজ চেন্নাইয়ে সোনার দাম ছিল সবচেয়ে বেশি। এদিন ওই শহরে 24 এবং 22 ক্যারেটের হলুদ ধাতু কিনতে ব্যয় করতে হয়েছে যথাক্রমে 64800 ও 59400 টাকা। 18 ক্যারেটের সোনার দাম ছিল 48660 টাকা। মুম্বাই এবং কলকাতায় শনিবার পাকা সোনার দাম ছিল 64090 টাকা। গয়নার সোনা বিকিয়েছে 58750 টাকায়। 18 ক্যারেটের সোনা কিনতে খরচ পড়েছে 48070 টাকা। এদিন দিল্লিতে 24, 22 এবং 18 ক্যারেটের হলুদ ধাতুর জন্য ব্যয় হয়েছে যথাক্রমে 64240, 58900 এবং 48190 টাকা।

You might also like!