Business

11 months ago

Petrol Price : ফেব্রুয়ারি থেকে রেকর্ড সস্তা হবে পেট্রল-ডিজেল!কত কমবে দাম ?

Petrol Price Drope (Symbolic Picture)
Petrol Price Drope (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মূল্যবৃদ্ধি রুখতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সমস্ত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। পেট্রল ও ডিজেলের দাম লিটারে ১০টাকা কমানোর বিষয়ে চিন্তা ভাবনা করছে তারা। বিশ্ব বাজারে ক্রমাগত অশোধিত তেলের দাম পড়ে যাওয়ায় নতুন বছরের শুরু থেকেই জ্বালানির দর কমতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।

সূত্রের খবর, বছরের প্রথম তিন মাসেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির রেকর্ড লাভের সম্ভাবনা রয়েছে। লাভের অংক ৭৫ হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে মূল্যবৃদ্ধি থেকে আম জনতাকে স্বস্তি দিতে পেট্রল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করতে পারে তিনটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি।

বিশেষজ্ঞদের দাবি, জ্বালানির দাম কমলে তা ফেব্রুয়ারিতে বাজেটের পর থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। বাজেটের পরই জোর কদমে প্রচারে নেমে পড়বে বিজেপি । ফেব্রুয়ারিতে দাম কমলে তা হাতিয়ার করে প্রচারের ঝাঁঝ বাড়াতে পারবে গেরুয়া শিবির।

পেট্রলিয়াম মন্ত্রক সূত্রে খবর, ২০২৩-২৪ অর্থবর্ষের শুরু থেকেই তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার শেয়ার মূল্য হু হু করে বাড়তে শুরু করে। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েছে নিট লাভ। গত বছরের গোড়াতে লাভের পরিমাণ ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় ৪,৯১৭ শতাংশ বেশি ছিল। ২০২৩-র দ্বিতীয়ার্ধেও এই প্রবণতা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ধরে রেখেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রলিয়াম মন্ত্রকের এক আধিকারিকের কথায়, 'সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেও বিপুল লাভের মুখ দেখতে তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। ফলে জ্বালানির দাম কমানো নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। পেট্রলের দাম লিটারে ৫ টাকা ও ডিজেলের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত কমতে পারে।' 

বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরোয়া বাজারে দর কমানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রের ওই আধিকারিক। পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা।

২০২২-র ২২ মে শেষবার বেড়েছিল জ্বালানির দাম। এদিন ক্রুড অয়েলের দাম ফের কমলেও তার কোনও প্রভাব ঘরোয়া বাজারে পড়েনি। বুধবার দিল্লিতে পেট্রল ও ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৬.৭২ ও ৮৯.৬২ টাকা লিটার দরে। কলকাতায় দাম রয়েছে ১০৬.০৩ ও ৯২.৭৬ টাকা।

You might also like!