দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২২-২৩ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আয়কর দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই দিনের মধ্যেই বকেয়া আয়কর রিটার্ন জমা করতে হবে। তবে এরজন্য লেট ফাইন জমা দিতে হবে প্রত্যেককে।
২০২২-২৩ অর্থবর্ষের জন্য আয়কর জমার শেষ দিন ছিল চলতি বছরের ৩১ জুলাই। ওই দিনের মধ্যে যাঁরা আয়কর দিতে পারেননি তাঁদের ক্ষেত্রে ৩১ ডিসেম্বরের মধ্যে জমা করতে হবে আয়কর। যাঁদের বার্ষিক আয় ৫ লাখ টাকার নীচে তাঁদের ক্ষেত্রে ১০০০ টাকা জরিমানা দিতে হবে এবং যাঁদের বার্ষিক আয় ৫ লাখ টাকার উপরে তাঁদের জরিমানা ৫ হাজার টাকা।
বিভিন্ন খাত থেকে আয় হয় এমন ভারতীয়দের আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক। চাকরিজীবীর পাশাপাশি যাঁরা ব্যবসার সঙ্গে জড়িত তাঁদের ক্ষেত্রেও আয়কর জমা দিতে হয়। মূলত ব্যঙ্ক থেকে ঋণ সহ একাধিক সরকারি কাজকর্মে আয়কর রিটার্নের বিষয়টি দেখা হয়।