Business

9 months ago

Bank Employees Salary Hike : সরকারি ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর, নতুন বছরেই বেতন বাড়ছে প্রায় ১৭ শতাংশ

Bank Employees Salary Hike
Bank Employees Salary Hike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনতুন বছরে সরকারি ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর । ২০২০ সালের পর আবারও বেতন বাড়তে চলেছে কর্মীদের । জানা গিয়েছে, ১৭ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে । শুক্রবারই এই নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির মধ্যে একটি চুক্তি হয়েছে । বেতন বৃদ্ধির ফলে প্রায় ৮ হাজার ২৮৫ কোটি টাকার বেশি টাকা খরচ হবে বলে খবর ।

কবে থেকে কার্যকর হবে বেতন ?

জানা গিয়েছে, ২০২২ সালের নভেম্বর মাস থেকে কার্যকর হবে এই বর্ধিত বেতন । সেক্ষেত্রে, আশা করা হচ্ছে, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বড় অঙ্কের বকেয়াও পাবেন ব্যাঙ্ক কর্মীরা । এর ফলে প্রায় ৮ লক্ষ কর্মী উপকৃত হবেন ।

বর্তমানে ব্যাঙ্কে প্রত্যেক রবিবার ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে । কিন্তু, ব্যাঙ্ক কর্মীদের তরফে সপ্তাহে দু'দিন ছুটির দাবি করা হয়েছে । কিন্তু, এখনও সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর ।


You might also like!