Breaking News
 
Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ NRC notice to West Bengal resident: “এনআরসি চাপাতে চাইছে বিজেপি” — দিনহাটায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর Shamik Bhattacharya: মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে?শমীকের উত্তর ঘুরপাক খেল দলীয় সিদ্ধান্তে!

 

Business

1 year ago

Gold Price Today: 2300 টাকা মুল্য বৃদ্ধি! কলকাতায় সোনা কত?

Gold Price Kolkata (File Picture)
Gold Price Kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহর কলকাতায় ফের বাড়ল সোনার দাম। গত সাত দিনে সোনার দাম বৃদ্ধির দিকে তাকালে লক্ষ্য করা যাচ্ছে, রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে সোনার দাম। শেষ সাত দিনে সোনার দাম এক টাকাও তো কমেইনি উল্টে প্রায় 2300 টাকা দাম বেড়েছে হলদে ধাতুর। 24 ক্যারেটের পাশাপাশি, 22 ক্যারেট ও 18 ক্যারেট সোনার দামও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবারের পর বুধবারও সোনার দাম বৃদ্ধি পেল। গত 10 দিনের দিকে তাকালে দেখা যাচ্ছে, সোনার দাম কখনও কখনও কম হলেও, যখন দাম বাড়ছে তা একলাফে অনেকটা বৃদ্ধি পাচ্ছে, ফলে দামে খুব একটা স্বস্তি পাওয়া যাচ্ছে না।

বুধবারে সোনার দাম কতটা বাড়ল?

এদিনও সোনার দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম প্রায় 280 টাকা বৃদ্ধি পেয়েছে। আবার 22 ক্যারেট সোনার দামও এদিন প্রতি 10 গ্রামে 250 টাকা বৃদ্ধি পেয়েছে। 18 ক্যারেট সোনার দাম এদিন প্রতি 10 গ্রামে 200 টাকা বৃদ্ধি পেয়েছে।

যার ফলে কলকাতায় এদিন 24 ক্যারেট সোনার দাম রয়েছে 65,130 টাকা। 22 ক্যারেট সোনার দাম রয়েছে 59,700 টাকা ও 18 ক্যারেট সোনার দাম রয়েছে 48840 টাকা। মনে রাখতে হবে, এই দামের সঙ্গে কোনও GST, TCS বা অন্য শুল্ক আরোপ করা নেই। ফলে এই শুল্কগুলো আরোপ করা হলে 10 গ্রাম সোনা কিনতে অনেকটা বেশি টাকা খরচ হবে। এছাড়াও, গয়না বানানোর জন্য আলাদা চার্জ বা মজুরি রয়েছে। 10 গ্রাম সোনায় এই মজুরি হতে পারে 3000- 7000 টাকা পর্যন্ত। ফলে 10 গ্রাম সোনা দিয়ে গয়না বানাতে প্রায় 67000 টাকা খরচ হতে পারে গ্রাহকদের। মনে রাখতে হবে, গয়না বানানোর জন্য মূলতঃ 22 ক্যারেটের সোনাই ব্যবহার করা হয়।

কেন সোনার দাম লাফিয়ে বাড়ল?

আন্তর্জাতিক বাজারে কমেক্স কমোডিটি মার্কেটে প্রতি আউন্স সোনার দাম প্রায় 2,110 ডলার। এটি আগের ট্রেডিং সেশনের তুলনায় 1 শতাংশ বেশি। । গত তিনটি ট্রেডিং সেশনে MCX- এ সোনার দাম বেড়েছে 2,400 টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম 0.51 শতাংশ বেড়ে 64,791 টাকায় বন্ধ হয়েছে। যার ফলে দেশীয় বাজারগুলোতেও সোনার দাম বেড়ে গিয়েছে।

You might also like!