Horoscope

2 months ago

Horoscope Today: শিব যোগ ও সিদ্ধ যোগের প্রভাবে কার ভাগ্য উজ্জ্বল? জানুন আজকের রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি দেখে শত্রুদের হিংসা হবে। অন্যদের কথায় কান দেবেন না, নিজের কাজে মনোনিবেশ করুন। আজ পরের সেবায় দিন কাটাবেন, এর ফলে মানসিক শান্তি লাভ সম্ভব। চাকরিজীবীদের ওপর চাপ বাড়তে পারে।

২) বৃষ রাশিঃ বৃষ রাশির জাতকরা আত্মীয়দের সঙ্গে আনন্দে ভরা সময় কাটাবেন। দুপুরের পর সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে আজ। ছাত্রছাত্রীরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন।

৩) মিথুন রাশিঃ মিথুন রাশির জাতকরা মা-বাবার আশীর্বাদ পাবেন। আনন্দে দিন কাটবে এই রাশির জাতকদের। চাকরিতে সিনিয়রদের সহযোগিতায় পদোন্নতি সম্ভব। কোনও দামী জিনিস কিনতে পারেন। সন্ধ্যাবেলা সাবধানে গাড়ি চালান। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।

৪) কর্কট রাশিঃ কর্কট রাশির জাতকরা অংশীদারী ব্যবসার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি ভালো। ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে তা সহজে পাবেন। মান-সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, নয়তো ভবিষ্যতে লোকসান হতে পারে।

৫) সিংহ রাশিঃ সিংহ রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, তাঁদের আজকের দিনটি ভালো কাটবে। নিজের মনের ইচ্ছেমতো ফলাফল পাবেন। কোনও সমস্যা দীর্ঘদিন ধরে বজায় থাকলে কষ্ট বাড়তে পারে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

৬) কন্যা রাশিঃ কন্যা রাশির জাতকরা পরিবারের সদস্যদের সঙ্গে সুখের সময় কাটাবেন। শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রতিকূল পরিস্থিতিতে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

৭) তুলা রাশিঃ তুলা রাশির জাতকরা প্রতিযোগিতায় বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন এই রাশির জাতকরা, এর ফলে লাভবান হবেন। বেশি ব্যস্ততা এবং দৌড়ঝাপের কারণে স্বাস্থ্য দুর্বল হতে পারে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িতরা কোনও সুসংবাদ পেতে পারেন।

৮) বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির জাতকরা আজ বাজারে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বিপদে পড়া কোনও বন্ধুকে সাহায্য করার কথা ভাববেন। প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়ায় মনে দারুণ আনন্দ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এড়িয়ে যান।

৯) ধনু রাশিঃ ধনু রাশির জাতকরা সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় অর্থ ব্যয় করবেন। সুখ-সুবিধায় দিন কাটাতে পারবেন। কারও সঙ্গে টাকা-পয়সার লেনদেন করবেন না, সেই টাকা আটকে যেতে পারে। আইনি মামলার কারণে আদালতে আনাগোনা লেগে থাকবে।

১০) মকর রাশিঃ মকর রাশির জাতকরা চাকরি ও ব্যবসায় কাঙ্খিত ফল অর্জন করবেন। সন্ধ্যাবেলা কোনও বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায় জরুরি পরিবর্তন করার কথা চিন্তা করবেন।

১১) কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির জাতকদের শারীরিক কষ্ট বাড়তে পারে। সম্পত্তি কেনা-বেচা করার আগে সমস্ত দিক ভালো ভাবে খতিয়ে দেখে নিন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন, তা না হলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

১২) মীন রাশিঃ মীন রাশির জাতকরা দাম্পত্য জীবনের আনন্দ উপভোগ করবেন। সহজে সমস্ত কাজ সম্পন্ন করতে । ব্যবসায় সাফল্য লাভের ফলে আনন্দিত হবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। সন্ধ্যাবেলা গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। মা-বাবার পরামর্শ কাজে লাগবে।


You might also like!