Breaking News
 
Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ

 

Game

1 year ago

Shubman-Preity: শুভমন গিল শুরু করলেন এক নতুন অধ্যায় প্রীতি জিন্টার সাথে,কিসের ব্যবসা শুরু করলেন দুজনে?

Shubman Gil and Preity Zinta starts a new gym centre i.e. Drive Fit
Shubman Gil and Preity Zinta starts a new gym centre i.e. Drive Fit

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এ সময়ের ভারতীয় ক্রিকেট দলের ওপেনার তথা তরুণ ব্যাটার হলেন শুভমন গিল। আইপিলে গুজরাট টাইটানসের হয়েও খেলেন। এবার তিনি ক্রিকেটের পাশাপাশি নিজের একটি নতুন অধ্যায় শুরু করলেন, সঙ্গী হিসেবে রইলেন বলিউড অভিনেত্রী তথা পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। তাঁরা এক নতুন জিম সেন্টার শুরু করলেন যার নাম ড্রাইভ ফিট। সোশ্যাল মিডিয়া 'x'-র পোস্টে দেখা যাচ্ছে তাঁদের জিমের প্রচার। আরো দেখা যাচ্ছে ক্রিকেট কিট যেমন ব্যাট বলের সঙ্গে ডাম্বেল ইত্যাদি সহ ছবি। ছবির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে শুভমন-প্রীতিকে আর মাথার উপর লেখা ড্রাইভ ফিট সঙ্গে বলের এক চিহ্ন দেওয়া। 


কিছুদিন আগে,হঠাৎই এক গুজব রটে যে সারা তেন্ডুলকর নন, বরং ছোটো পরদার অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। ডিসেম্বরে নাকি বাগদান হবে তবে সবটা কেবল গুজব সেটা স্পষ্ট হয়ে গিয়েছে আর এ প্রসঙ্গে মুখ খুললেন ঋদ্ধিমা। ৩৪ বছর। জানালেন যে তিনি শুভমন গিলকে চেনেনই না। আরো জানিয়েছেন, এটা মোটেই কোনও পাবলিসিটি স্টান্ট নয়। তিনি বলেন, 'আমি এটা নিয়ে রিঅ্যাক্ট কেন করব? যেটা সত্যি সেটা তো আমি জানি। আমি এসব গুজবকে বেশি পাত্তা দিতে চাইছি না কারণ সেটা বোকামো হবে। যদি আমার এটা করতেই হতো আমি বিগ বসেই সেটা করতাম। নিজের নাম কারো সঙ্গে জুড়ে পাবসিলিটি পাওয়ার চেষ্টা করতাম। কিন্তু সেটা করিনি।'  


উল্লেখ্য,শুভমন গিল প্রেম করছেন সে খবর সবাই জানেন তবে প্রেমিকা কে জানা যায়নি। তাই তাঁর প্রেমিকা হিসেবে একাধিক অভিনেত্রী বা মহিলার নাম জড়িয়েছে যার মধ্যে কখনও সারা আলি খান কিংবা সারা তেন্ডুলকর আবার কখনও অভনীত কৌরের সাথে নাম শোনা গিয়েছে তাঁর।  


You might also like!