Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Game

1 year ago

Shubman-Preity: শুভমন গিল শুরু করলেন এক নতুন অধ্যায় প্রীতি জিন্টার সাথে,কিসের ব্যবসা শুরু করলেন দুজনে?

Shubman Gil and Preity Zinta starts a new gym centre i.e. Drive Fit
Shubman Gil and Preity Zinta starts a new gym centre i.e. Drive Fit

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এ সময়ের ভারতীয় ক্রিকেট দলের ওপেনার তথা তরুণ ব্যাটার হলেন শুভমন গিল। আইপিলে গুজরাট টাইটানসের হয়েও খেলেন। এবার তিনি ক্রিকেটের পাশাপাশি নিজের একটি নতুন অধ্যায় শুরু করলেন, সঙ্গী হিসেবে রইলেন বলিউড অভিনেত্রী তথা পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। তাঁরা এক নতুন জিম সেন্টার শুরু করলেন যার নাম ড্রাইভ ফিট। সোশ্যাল মিডিয়া 'x'-র পোস্টে দেখা যাচ্ছে তাঁদের জিমের প্রচার। আরো দেখা যাচ্ছে ক্রিকেট কিট যেমন ব্যাট বলের সঙ্গে ডাম্বেল ইত্যাদি সহ ছবি। ছবির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে শুভমন-প্রীতিকে আর মাথার উপর লেখা ড্রাইভ ফিট সঙ্গে বলের এক চিহ্ন দেওয়া। 


কিছুদিন আগে,হঠাৎই এক গুজব রটে যে সারা তেন্ডুলকর নন, বরং ছোটো পরদার অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। ডিসেম্বরে নাকি বাগদান হবে তবে সবটা কেবল গুজব সেটা স্পষ্ট হয়ে গিয়েছে আর এ প্রসঙ্গে মুখ খুললেন ঋদ্ধিমা। ৩৪ বছর। জানালেন যে তিনি শুভমন গিলকে চেনেনই না। আরো জানিয়েছেন, এটা মোটেই কোনও পাবলিসিটি স্টান্ট নয়। তিনি বলেন, 'আমি এটা নিয়ে রিঅ্যাক্ট কেন করব? যেটা সত্যি সেটা তো আমি জানি। আমি এসব গুজবকে বেশি পাত্তা দিতে চাইছি না কারণ সেটা বোকামো হবে। যদি আমার এটা করতেই হতো আমি বিগ বসেই সেটা করতাম। নিজের নাম কারো সঙ্গে জুড়ে পাবসিলিটি পাওয়ার চেষ্টা করতাম। কিন্তু সেটা করিনি।'  


উল্লেখ্য,শুভমন গিল প্রেম করছেন সে খবর সবাই জানেন তবে প্রেমিকা কে জানা যায়নি। তাই তাঁর প্রেমিকা হিসেবে একাধিক অভিনেত্রী বা মহিলার নাম জড়িয়েছে যার মধ্যে কখনও সারা আলি খান কিংবা সারা তেন্ডুলকর আবার কখনও অভনীত কৌরের সাথে নাম শোনা গিয়েছে তাঁর।  


You might also like!