Game

1 day ago

World Cup qualifiers: ব্রাজিল দলে ফিরলেন কাসেমিরো-রিশার্লিসন-আন্তোনি

Casemiro, Richarlison and Anthony
Casemiro, Richarlison and Anthony

 

ব্রাসিলিয়া, ২৭ মে : আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মঞ্চেই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। জাতীয় দলে ফিরলেন কাসেমিরো, রিশার্লিসন, আন্তোনি। জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের। নেই রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোও। বাদ পড়েছেন গিয়ের্মে আরানা, গাব্রিয়েল মাগালিয়াইস ও মুরিলো।

ব্রাজিল দল: গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্সান্দ্রো রিবেইরো, বেরাল্দো, দানিলো, লিও ওরচিজ, মার্কিনিয়োস, কার্লোস আগুস্তো, ওয়েজলি, ভান্দেরসন।

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারাইস, আন্দ্রে, কাসেমিরো, জেহসন, এদেরসন

ফরোয়ার্ড: এস্তেভাও, এন্থনি, গাব্রিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুইয়া, রাফিনিয়া, ভিনিসিউস জুনিয়র, রিশার্লিসনl

আগামী ৬ জুন একুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। ৫ দিন পর দেশের মাটিতে মুখোমুখি হবে প্যারাগুয়ের। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। ১৪ ম্যাচে দলটির পয়েন্ট ২১। ৩১ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা আর্জেন্টিনা এই অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।

You might also like!