Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

2 months ago

Tom Cruise: ৬২ বছরেও অ্যাকশন কিং! 'মিশন ইমপসিবল' স্টান্ট করে গিনেস রেকর্ডে টম ক্রুজ

Hollywood legend Tom Cruise earns guinness world record for mission impossible
Hollywood legend Tom Cruise earns guinness world record for mission impossible

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হলিউডের অ্যাকশন সুপারস্টার টম ক্রুজ আবারও প্রমাণ করলেন যে বয়স তাঁর জন্য কেবল একটি সংখ্যা।  ৬২ বছর বয়সে, তিনি 'Mission: Impossible – The Final Reckoning' চলচ্চিত্রের জন্য একটি অভূতপূর্ব স্টান্ট সম্পাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছেন।বিগত ২৯ বছর ধরে বক্স অফিসে রেকর্ড তৈরি করে চলেছে ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি। এবার এই সিনেমার জন্য হলিউড অভিনেতা টম ক্রুজ বিশ্ব রেকর্ড গড়লেন। ১৯৯৬ সাল থেকে ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুরুয়াত। বরাবর দর্শকমহলে সাড়া ফেলেছে এই সিনেমা ফ্র্যাঞ্চাইজি। ইথান হান্ট চরিত্রে অনবদ্য স্টান্ট আর অভিনয়ের জোরে সমগ্র বিশ্ববাসীকে মুগ্ধ করেছেন টম। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির অন্তিম পার্ট ‘মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং’।

এই ছবির শুটিংয়ের সময় ১৬ বার একটি হেলিকপ্টার থেকে জ্বলন্ত প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন হলিউড অভিনেতা। তাঁর প্যারাশুটে লাগানো ছিল ৫০ পাউন্ডের একটি ক্যামেরা। বিপজ্জনক ওই অ্যাকশন সিকোয়েন্স শুট করা হয় দক্ষিণ আফ্রিকার ড্রাকেনসবার্গে। হলিউড মাধ্যম সূত্রে খবর, তার আগে কয়েক সপ্তাহ ধরে ক্রুজ ও তাঁর সঙ্গীরা ওই সাংঘাতিক দৃশ্যের জন্য মহড়া দিয়েছিলেন। ‘মিশন ইমপসিবল’ সিরিজের আট নম্বর ছবির সেই দৃশ্যের ভিডিও ক্লিপিংস ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটভুবনে। ষাটোর্ধ্ব হলিউড সুপারস্টারের কেরামতি দেখে প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড় অনুরাগীদের। আর সেই রুদ্ধশ্বাস অ্যাকশন সিকোয়েন্সই টম ক্রুজের  ঝুলিতে এনে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।


জানা যায়, ওই দৃশ্যের জন্য কোনওরকম বডি ডাবল নিতে অস্বীকার করেছিলেন টম ক্রুজ। এছাড়াও গোটা সিনেমা মারাত্মক সব মারপিটের মারপ্যাঁচে ঠাসা। যেসব দেখে রোমাঞ্চিত ক্রুজ ভক্তরা বলছেন, ‘এই না হলে সত্যিকারের হিরো।’ ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে পড়ে যাচ্ছেন ক্রুজ। মাঝআকাশে একটি প্যারাশুট খুলে গেলেও সেটিতে আগুন লেগে যায়। এরপরই আতঙ্কে চেঁচাতে থাকেন অভিনেতা। এই দৃশ্যের শুটিং করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল তাঁর। 

You might also like!