নয়াদিল্লি, ৩ নভেম্বর: কেদারনাথ ধাম এবং যমুনোত্রী ধামের দরজা যথোচিত ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য রবিবার থেকে বন্ধ হবে। উভয় ধামের দরজা বন্ধ করার প্রক্রিয়া এদিন ভোরেই শুরু হয়।
জানা গেছে, রবিবার ভোর ৪টা থেকে কেদারনাথ ধামের দরজা বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। এদিন বাবা কেদারনাথের ডোলি ওমকারেশ্বর মন্দির, উখিমঠের উদ্দেশ্যে রওনা হবে। অন্যদিকে, রবিবার ভাইফোঁটার দিনেই যমুনোত্রী ধামের দরজাও বন্ধ হয়ে যাবে শীতের মরশুমের জন্য। শীতকালীন মরশুমের জন্য খারসালি গ্রামে অবস্থিত যমুনা মন্দিরে যমুনাজীর বিগ্রহ থাকবে।উল্লেখ্য, শনিবার চারধামের অন্যতম গঙ্গোত্রী ধামও যথোচিত ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য বন্ধ হয়ে যায়।