Country

3 hours ago

PM Narendra Modi: ভারতের মহাকাশ প্রতিভা বিশ্বজুড়ে নিজস্ব ছাপ ফেলছে , প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : ভারতের মহাকাশ প্রতিভা বিশ্বজুড়ে নিজস্ব ছাপ ফেলছে। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "এখন ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।" প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতীয় মহাকাশ স্টার্টআপ স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "ভারত এখন মহাকাশ ক্ষেত্রে এক অভূতপূর্ব মুহূর্ত প্রত্যক্ষ করছে। বেসরকারি সেক্টর এখন ভারতের মহাকাশ বাস্তুতন্ত্রে এক বিরাট অগ্রগতি অর্জন করছে। স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাস ভারতের নতুন চিন্তাভাবনা, উদ্ভাবন এবং যুবশক্তির প্রতিফলন।"

প্রধানমন্ত্রী মোদী বলেন, "বন্ধুগন, এখন আমরা মহাকাশ সেক্টরে যে ধরণের রূপান্তর প্রত্যক্ষ করছি তা ভারতের বৃহত্তর স্টার্টআপ বিপ্লবের অংশ। গত দশক ধরে, প্রতিটি ক্ষেত্রে স্টার্টআপের এক ঢেউ উঠেছে। আমাদের যুবসমাজ, আমাদের জেন জেড, প্রতিটি ক্ষেত্রের চ্যালেঞ্জের সমাধান তৈরি করছে। বিশ্বজুড়ে তরুণ উদ্ভাবকরা ভারতের জেন জেডের আত্মবিশ্বাস থেকে অনুপ্রেরণা পেতে পারেন। ভারতের জেন জেডের সক্ষমতা বৃদ্ধি, ইতিবাচক মানসিকতা এবং সৃজনশীলতা বিশ্বজুড়ে জেন জেডের জন্য একটি বৈশ্বিক মানদণ্ড স্থাপন করতে পারে।"

You might also like!