দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পেটের ভিতর কিলবিল করছে জ্যান্ত
আরশোলা! পেট থেকে সেই আরশোলা বের করে এক যুবকের প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা। হাসপাতাল
সূত্রে খবর, ঐ যুবক বাইরের খাবার খাওয়াতেই ঘটে এই বিপত্তি।
যুবকের পরিবার সূত্রে খবর, দিল্লির বাসিন্দা ওই যুবকের হঠাৎই
পেট ব্যথা শুরু হয়। সঙ্গে বমি ও অন্যান্য উপসর্গও দেখা যায়। কোনও খাবার হজম করতে পারছিলেন
না তিনি। দিন তিনেকেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে দিল্লির বসন্তকুঞ্জের
এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এন্ডোস্কোপি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পর
চিকিৎসকেরা ঐ যুবকের পেটে জ্যান্ত আরশোলার উপস্থিতি লক্ষ্য করেন।
এরপর হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাঃ শুভম বৎস্যের
নেতৃত্বে এন্ডোস্কোপি করা হয় ঐ যুবকের। পেট থেকে বের করা হয় প্রায় ৩ সেন্টিমিটার লম্বা
ঐ জীবন্ত আরশোলাটিকে। চিকিৎসকদের ধারণা যুবক বাইরের খাবার খেয়েছিলেন দিন কয়েক আগে।
কোনও ভাবে খাবারের সঙ্গেই আরশোলাটি তাঁর ক্ষুদ্রান্ত্রে পৌঁছে ছিল অথবা ঘুমের মধ্যে
মুখগহ্বর দিয়ে পেটে প্রবেশ করেছিল। তবে আরশোলা আর বেশিদিন যুবকের শরীরে থাকলে যুবকের
প্রানহানি হতে পারত বলেই চিকিৎসকদের ধারণা।