Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

1 year ago

Cockroach in Stomach: ভিতর আরশোলার বাসা, দেখে হতবাক চিকিৎসকরা !

Cockroach
Cockroach

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পেটের ভিতর কিলবিল করছে জ্যান্ত আরশোলা! পেট থেকে সেই আরশোলা বের করে এক যুবকের প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, ঐ যুবক বাইরের খাবার খাওয়াতেই ঘটে এই বিপত্তি।

যুবকের পরিবার সূত্রে খবর, দিল্লির বাসিন্দা ওই যুবকের হঠাৎই পেট ব্যথা শুরু হয়। সঙ্গে বমি ও অন্যান্য উপসর্গও দেখা যায়। কোনও খাবার হজম করতে পারছিলেন না তিনি। দিন তিনেকেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে দিল্লির বসন্তকুঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এন্ডোস্কোপি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা ঐ যুবকের পেটে জ্যান্ত আরশোলার উপস্থিতি লক্ষ্য করেন।

এরপর হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাঃ শুভম বৎস্যের নেতৃত্বে এন্ডোস্কোপি করা হয় ঐ যুবকের। পেট থেকে বের করা হয় প্রায় ৩ সেন্টিমিটার লম্বা ঐ জীবন্ত আরশোলাটিকে। চিকিৎসকদের ধারণা যুবক বাইরের খাবার খেয়েছিলেন দিন কয়েক আগে। কোনও ভাবে খাবারের সঙ্গেই আরশোলাটি তাঁর ক্ষুদ্রান্ত্রে পৌঁছে ছিল অথবা ঘুমের মধ্যে মুখগহ্বর দিয়ে পেটে প্রবেশ করেছিল। তবে আরশোলা আর বেশিদিন যুবকের শরীরে থাকলে যুবকের প্রানহানি হতে পারত বলেই চিকিৎসকদের ধারণা। 

You might also like!